International

1 week ago

Severe heat conditions in Bangladesh:তীব্র গরমে দুর্বিষহ অবস্থা বাংলাদেশে, আরও ৩ দিন তাপপ্রবাহের সতর্কতা

Severe heat conditions in Bangladesh
Severe heat conditions in Bangladesh

 

ঢাকা, ২৫ এপ্রিল : তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত বাংলাদেশে। এই পরিস্থিতিতে বাংলাদেশে আরও ৩ তাপপ্রবাহের সতর্কতা জারি জরা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

এর আগের আরও তিনবার তথা গত ৩, ১৯ ও ২২ এপ্রিল তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি করা হয়েছিল। তবে প্রথম দুইবার তাপমাত্রা বাড়ার আভাস ছিল। চলতি মাসে টানা তাপপ্রবাহ চলছে। মাঝে অতিতীব্র তাপপ্রবাহ বয়ে গেলে বর্তমানে কিছুটা কমেছে। গত ২০ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস।


You might also like!