kolkata

1 week ago

Ram Navami:রামনবমীর রাতে শুট আউট ভাটপাড়ায়,গুলিবিদ্ধ যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে তরজা পার্থ-অর্জুনের

Ramnavami night shoot-out in Bhatpara,
Ramnavami night shoot-out in Bhatpara,

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃভোটের আগে রামনবমীর রাতে শুট আউট ভাটপাড়ায়। গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক। রাজ্য়ের শাসকদলের অভিযোগ, তৃণমূল করার ‘অপরাধে’ বিজেপি তাঁকে নিশানা করেছে। যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপি। তাদের দাবি, অভিযুক্ত তৃণমূলঘনিষ্ঠ।

তৃণমূলের দাবি, গুলিবিদ্ধ যুবক তাঁদের দলের সমর্থক । তাঁর বাবাও যুক্ত শাসকদলের শ্রমিক সংগঠনের ইউনিয়নের সঙ্গে যুক্ত । ফলে দলের সমর্থক হওয়ার অপরাধেই যুবককে গুলি করা হয়েছে । এর পিছনে বিজেপির হাত রয়েছে বলেও দাবি শাসক শিবিরের । যদিও সেই দাবি মানতে চায়নি গেরুয়া শিবির । এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে, নাকি অন্যকোনও রহস্য তা খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ । প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, মদ খাওয়া নিয়ে দুই বন্ধুর বচসার জেরেই এই ঘটনা । অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

জানা গিয়েছে, বছর পঁয়ত্রিশের পিন্টুর বাড়ি ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের 13 নম্বর গলিতে । প্রকাশের বাড়িও ওই এলাকাতেই । দু'জনেই একে অপরের পরিচিত এবং বন্ধুও । এদিন রাতে মদ খাওয়া নিয়ে দুই বন্ধুর মধ্যে প্রথমে বচসা হয়। তারপর তা হাতাহাতিতে গড়ায় । তখনই হঠাৎ সেভেন এমএম পিস্তল বের করে বন্ধুর দিকে তাক করে প্রকাশ গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ । গুলির আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী । এরপর তাঁরা লক্ষ্য করেন মতিভবন স্কুলের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন স্থানীয় ওই যুবক । দ্রুত তাঁকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে ।

এদিকে, খবর পেয়ে ব‍্যারাকপুর বিএনবসু হাসপাতালে ছুটে যান রাজ‍্যের মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক । আসেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ‍্যামও। হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক বলেন, "প্রথমে ওই যুবককে সুস্থ করাই আমাদের উদ্দেশ্য । তবে, এটুকু বলব ব‍্যারাকপুরে গুন্ডাগিরি শেষ করবই। এটা আমাদের প্রতিজ্ঞা । যাঁরা ভাবছে গুন্ডামি করে ব‍্যারাকপুরের মানুষকে আতঙ্কগ্রস্ত করে রাখবেন । তাঁদের বলব 4 জুন ভোটের ফলাফলের সব গুন্ডামি বন্ধ হয়ে যাবে ৷"

অন‍্যদিকে, বিষয়টি নিয়ে ব‍্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন,"যাকে বিজেপির লোক বলা হচ্ছে সেই প্রকাশ চৌধুরী কোন দলের তা সকলেই জানে । ও তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতী । আগেও পুলিশের হাতে ধরা পড়ে জেল খেটে এসেছে সে । পার্থ ভৌমিক বাচ্চা ছেলে । কিছু জানে না। ওর কোনও আইডিয়া নেই । তৃণমূল দলটাকে গুন্ডাদের হাতে তুলে দিয়েছে পার্থ ভৌমিকের মতো নেতারা । আর দিদিমণি এঁদেরকে শিশুভাবে। পুলিশ মদত দিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে ভাটপাড়াতে । তাই, এই পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় । অবিলম্বে পুলিশ কমিশনারকে বরখাস্ত করা উচিত এখান থেকে ।"


You might also like!