Technology

1 week ago

AC Electric Bill Savings Tips: এসির জন্য এই মাসে ইলেকট্রিকের বিরাট বিল এসেছে? ভুল মোডই হয়তো দায়ী

AC Electric Bill (File Picture)
AC Electric Bill (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এসি প্রচুর বিদ্যুৎ টানে। কিন্তু একটু বুদ্ধি করে এসি চালালেই এই খরচ এক লপ্তে অনেকটা কমে যেতে পারে। জেনে নিন, কী করবেন।

গরম পড়তে না পড়তেই ইলেকট্রিক বিল বিশাল বেড়ে গিয়েছে? এর জন্য এসিকে দায়ী করছেন? আসলে এসি চালালেই যে বিরাট বিল আসবে, তা নাও হতে পারে। আপনাকে একটু বুদ্ধি করে চালাতে হবে এসি। জেনে নিন, কীভাবে খুব সহজেই কমাতে পারেন বিদ্যুতের খরচ।

এসি নিয়ে সচেতনতা আগের থেকে বেড়েছে। এখন অনেকেই এসি কেনার সময়ে দেখে নেন, সেই যন্ত্রটি কত স্টারের। যদি ৫ স্টারের এসি হয়, সেটি বিদ্যুতের বিল তুলনায় কম বাড়াবে। ৩ স্টার এসি সেই তুলনায় অনেক বেশি বিল তুলে দেবে। এটি প্রথমেই মনে রাখতে হবে সকলকে। তবু এর পরেও আছে, বেশ কয়েকটি নিয়ম। সেগুলি জানা থাকলে বিদ্যুতের বিল কম আসতে পারে।

যেমন ধরুন, যদি ইনভার্টার এসি হয়, তাহলে তাতেও বিদ্যুতের খরচ অনেক কমে যেতে পারে। তবে এগুলি সবই হল এসি কেনার আগের সিদ্ধান্ত। কেনার পরে কী করে বিদ্যুতের বিল কম রাখবেন? দেখে নিন, সেই উপায়।

প্রথমেই মনে রাখবেন, এসি ২৭ ডিগ্রির নীচে নামাবেন না। তাহলেই বিদ্যুতের বিল এক ধাক্কায় অনেকটা কমে যাবে। অনেক এসিতে টার্বো মোড থাকে, সেই মোডটিও যত দূর সম্ভভ কম ব্যবহার করুন। তাহলে বিদ্যুতের বিল কম আসতে পারে।

আমাদের অনেক সময়েই কষ্টের কারণ হয় আর্দ্রতা। এসি যেমন ঠান্ডা করে, তেমনই আর্দ্রতাও কমায়। প্রত্যেক এসিতেই ড্রাই মোড থাকে। দরকারে সেই মোডে চালিয়ে দেখুন। কারণ তাতে ঘর শুষ্ক হয়ে যাবে। তাতে হয়তো কষ্টটা অনেকটাই কমবে। এবং কমপ্রেসার চালু না থাকায় বিদ্যুতের খরচও কমবে।

এসিতে ফ্যান মোডও থাকে। মনে রাখবেন, এতে শুধু হাওয়া হয়। ঠান্ডা হয় না। কিন্তু ঘর ঠান্ডা হয়ে গেলে এই মোডেও এসি চালাতে পারেন। তাতে বিদ্যুতের খরচ ৮ ভাগের এক ভাগ হয়ে যায়। সেটিও বিদ্যুতের বিল অনেক কমিয়ে দিতে পারে।

এসির গাইডবুকটাও ভালো করে পড়ে নেওয়া দরকার। কোম্পানির প্রভেদে বদলে যায় বিদ্যুতের বিল বাঁচানোর প্রক্রিয়াও। এক এক কোম্পানির এসি এক এক মোডে সবচেয়ে বেশি বিদ্যুতের সাশ্রয় করে। এসি চালানোর সময়ে সেটিও মনে রাখা দরকার।

You might also like!