Breaking News
 
Giriraj Singh on Mamata Banerjee: :‘বিহার জিতছি, এবার বাংলা টার্গেট’, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের হুঙ্কার; পাল্টা মুখ খুলল তৃণমূলও Bihar Assembly ElectionLIVE UPDATE: ভোটের ফলে মুখ থুবড়ে পড়ল তেজস্বী যাদব! আরজেডির গড়েই পিছিয়ে লালুপুত্র, কংগ্রেসের ভরাডুবি Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে

 

Tripura

11 months ago

পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিগুলিকে প্রকল্প বাস্তবায়নে আরো সক্রিয় হতে হবে : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  গত ২ অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত মন্ত্রক পিপলস প্ল্যান ক্যাম্পিনের সূচনা করে।  এই পিপলস প্ল্যান ক্যাম্পেইনের রাজ্যভিত্তিক সূচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।এই উপলক্ষে রাজধানীর অরুন্ধতীনগরস্থিত পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠানে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের সচিব ডাক্তার সন্দীপ আর রাঠোর, দপ্তরের অধিকর্তা প্রসুন দে, আট জেলা পরিষদের সভাধিপতি ,পঞ্চায়েত সমিতি ও ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে পঞ্চায়েত দপ্তর থেকে প্রকাশিত চারটি বইয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অরুন্ধতী নগরের পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রটিকে স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টার হিসেবে ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিগুলিকে প্রকল্প বাস্তবায়নে আরো সক্রিয় হতে হবে। কেন্দ্রীয় ও রাজ্যস্তরের পরিকল্পনাগুলির সঠিক বাস্তবায়ন না হলে জনগণের কাছে উন্নয়নমূলক কাজ পৌঁছানো যাবে না। বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে গ্রামীণ এলাকার উন্নয়নকে আরও তরান্বিত করার জন্য পঞ্চায়েতের ভূমিকা সম্পর্কে অবগত করান মুখ্যমন্ত্রী।

You might also like!