Tripura

5 hours ago

পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিগুলিকে প্রকল্প বাস্তবায়নে আরো সক্রিয় হতে হবে : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  গত ২ অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত মন্ত্রক পিপলস প্ল্যান ক্যাম্পিনের সূচনা করে।  এই পিপলস প্ল্যান ক্যাম্পেইনের রাজ্যভিত্তিক সূচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।এই উপলক্ষে রাজধানীর অরুন্ধতীনগরস্থিত পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠানে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের সচিব ডাক্তার সন্দীপ আর রাঠোর, দপ্তরের অধিকর্তা প্রসুন দে, আট জেলা পরিষদের সভাধিপতি ,পঞ্চায়েত সমিতি ও ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে পঞ্চায়েত দপ্তর থেকে প্রকাশিত চারটি বইয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অরুন্ধতী নগরের পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রটিকে স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টার হিসেবে ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিগুলিকে প্রকল্প বাস্তবায়নে আরো সক্রিয় হতে হবে। কেন্দ্রীয় ও রাজ্যস্তরের পরিকল্পনাগুলির সঠিক বাস্তবায়ন না হলে জনগণের কাছে উন্নয়নমূলক কাজ পৌঁছানো যাবে না। বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে গ্রামীণ এলাকার উন্নয়নকে আরও তরান্বিত করার জন্য পঞ্চায়েতের ভূমিকা সম্পর্কে অবগত করান মুখ্যমন্ত্রী।

You might also like!