Country

1 week ago

BJP candidate Mukesh Dalal in Surat center:ভোটের আগেই জয়!বিনা 'যুদ্ধে' জয়ী বিজেপি প্রার্থী, ক্রোনোলজি বুঝতে বলল কংগ্রেস

BJP candidate Mukesh Dalal in Surat center
BJP candidate Mukesh Dalal in Surat center

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কংগ্রেস-সহ 12 প্রার্থীর মনোয়ন নির্বাচনী আধিকারিক বাতিল করতেই চলতি লোকসভা নির্বাচনে প্রথম জয়ের স্বাদ পেল বিজেপি ৷ তাও আবার নরেন্দ্র মোদির রাজ্যে ৷ সুরাত কেন্দ্রে বিজেপি প্রার্থী মুকেশ দালালের বাকি 8 প্রতিদ্বন্দ্বী ভোট ময়দান থেকে নিজের নাম তুলে নিলেন শেষমেশ ৷ ফলত বিনা যুদ্ধে জয়ী হল বিজেপি ৷ এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেছেন কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "গণতন্ত্র বিপদে ৷ আপনারা ক্রোনোলজিটা বুঝুন ৷" 7 মে গুজরাতের 26টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হওয়ার কথা ৷ তবে এবার 25টি আসনে ভোট হবে ৷

সুরাত জেলা নির্বাচনী কার্যালয় সূত্রে খবর, সুরাত লোকসভা কেন্দ্রে 4 জন নির্দল, তিনজন ছোটখাটো পার্টির প্রার্থী নিজের নাম তুলে নিয়েছেন ৷ এছাড়া বহুজন সমাজ পার্টির প্যারেলাল ভারতীও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়ান ৷

অন্যদিকে রবিবার কংগ্রেসের নীলেশ কুম্ভানির আবেদন খারিজ করে দেন নির্বাচনী আধিকারিক ৷ জেলার রিটার্নিং অফিসারের দাবি, কংগ্রেস প্রার্থীর আবেদনপত্রের স্বাক্ষরে কিছু গোলমাল রয়েছে ৷ তাই তাঁর মনোনয়ন নাকচ করে দেওয়া হয় ৷ তারপর কংগ্রেসের আরেক প্রার্থী সুরেশ পাড়শালা মনোয়ন জমা দেন ৷ তাঁর মনোনয়ন পত্রটিও নাকচ করেন নির্বাচনী আধিকারিক ৷

কাজেই কোনও ভোটগ্রহণ পর্ব ছাড়া বিজেপি প্রার্থী মুকেশ দালাল জয়ী হন ৷ জেলার কালেক্টর তথা নির্বাচনী আধিকারিক সৌরভ পার্ধি জানিয়েছেন, তিনি মুকেশ দালালের হাতে নির্বাচনী শংসাপত্র তুলে দিয়েছেন ৷ তিনি বলেন, "আমি ঘোষণা করছি, বিজেপির মুকেশকুমার চন্দ্রকান্ত দালাল সুরাত লোকসভা কেন্দ্রে নির্বাচিত হয়েছেন ৷"

কংগ্রেস অবশ্য তাদের দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের ঘটনাটিকে স্বাভাবিক বলে মেনে নেয়নি ৷ তাদের অভিযোগ, বিজেপিকে সুবিধে করে দেওয়ার জন্যই কুম্ভানির মনোনয়নপত্র খারিজ করা হয়েছে ৷ আর এই বাতিল হওয়া নিয়ে কংগ্রেস হাইকোর্টের দ্বারস্থ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ৷ কংগ্রেসের রাজ্যসভা সাংসদ তথা সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সোশাল মিডিয়ায় লেখেন, "সুরাত জেলায় নির্বাচনী আধিকারিক সুরাত লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভানীর নাম খারিজ করে দিয়েছেন ৷ কারণ, 'তিনজন সমর্থকের স্বাক্ষর ঠিক নেই' বলে জানানো হয়েছে ৷ এরকম কারণ দেখিয়েই সুরাত কংগ্রেসের বিকল্প প্রার্থী সুরেশ পাড়শালার নামও বাতিল করা হয় ৷ কংগ্রেসের হয়ে লড়ার আর কেউ নেই ৷ আমাদের নির্বাচন, লোকতন্ত্র, বাবাসাহেব আম্বেদকরের সংবিধান- সবকিছু ভয়ঙ্কর বিপদে রয়েছে ৷ আমি আবারও বলছি, এটা আমাদের জীবনের সবচেয়ে মহত্বপূর্ণ নির্বাচন ৷"


You might also like!