দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তীব্র দাবদাহ বাংলাদেশ জুড়ে। কয়েক দিনের প্রবল তাপপ্রবাহে ওষ্ঠাগত জনজীবন। বাংলাদেশে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্তর সংখ্যা। গত চারদিনে হিট স্ট্রোকে মারা গিয়েছেন ১৫ জনের বেশি মানুষ। তীব্র গরমে অসুস্থ হয়ে মঙ্গলবার আরও চারজনের মৃত্যু হয়েছে। দেশে জারি করা হয়েছে সতর্কতামূলক হিট অ্যালার্ট। এই পরিস্থিতিতে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।
কী জানানো হয়েছে?
আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এই কথা জানানো হয়েছে।
তাই ওই সব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার দুপুর ১টা পর্যন্ত এই সতর্কবার্তা থাকছে বলেও জানানো হয়েছে। অন্যদিকে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, সিলেট ছাড়া বাংলাদেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে। সেখানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
থাকবে অস্বস্তি
কিছু এলাকায় বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকলেও এখনও গরমের হাত থেকে রেহাই পাওয়া যাবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে, সারা দেশেই তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিনের মতই রাতেও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সেখানে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বলেও সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবারও একই রকম আবহাওয়া থাকবে বলেও জানানো হয়েছে।
বাড়বে তাপমাত্রা
আবহাওয়া অফিস তাপমাত্রা নিয়ে কোনও সুখবর শোনায়নি। মঙ্গলবার বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতে। সেখানে এই তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৮.৪ এবং ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও রাজশাহী, খুলনা, যশোর সহ বিভিন্ন এলাকায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে।
এই কারণে রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, বান্দরবান জেলাসহ ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। বুধবার দিনের তাপমাত্রা সামান্য বেড়ে তাপপ্রবাহ আরো ছড়াতে পারে।