International

10 months ago

International news: জাপানে পুলিশ সহ চারজনকে হত্যা - গ্রেফতার স্পিকারের ছেলে

Killed four people including police in Japan - Speaker's son arrested
Killed four people including police in Japan - Speaker's son arrested

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জাপানে সাধারণত এমন হত্যাকান্ড হয় না। ওদের দেশের আইন খুব কঠিন ও মানুষেরাও যথেষ্ট শৃঙ্খলা পরায়ন। তবুও ঘটে গেল মর্মান্তিক ঘটনা। জাপানের মধ্যাঞ্চলীয় প্রদেশ নাগানোতে বন্দুক ও ছুরি হামলায় দুই নারী ও দুই পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় মাসানোরি আওকি (৩১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

তিনি নাগানোর প্রাদেশিক সংসদের স্পিকার মাসামিচি আওকির বড় ছেলে। শুক্রবার তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। খবর জাপান টাইমসের। কিন্তু কেন এমন হলো,তা নিয়ে সন্দিগ্ধ জাপানের পুলিশ।

  বিভিন্ন সূত্র মাধ্যমে জানা যাচ্ছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৪টা ২৫ মিনিটে নাগানোর প্রত্যন্ত অঞ্চলে মাসানোরি আওকির হামলায় হতাহতের ওই ঘটনা ঘটে। মাসানোরি আওকি প্রথমে এক নারীকে প্রায় এক ফুট লম্বা একটি ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন। এর পরে তিনি উদভ্রান্তের মতো ছোটাছুটি শুরু করে। এরপরে 

গ্রেফতার এড়াতে ওই যুবক তার বাবার বাসভবনে ঢুকে পড়েন। সেখানে চার ঘণ্টা অবস্থান করেন তিনি। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

  হত্যার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ তাকে খুনের কারণ জানতে চাইলে তিনি বলেন, তাকে খুন করেছি। কারণ আমি তাকে হত্যা করতে চেয়েছিলাম। অস্ত্র নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠিন হওয়ায় জাপানে বন্দুক হামলার মতো ঘটনা একেবারে বিরল। দেশটিতে কেউ অস্ত্র কিনতে চাইলে, তাকে কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে লাইসেন্স পেতে হয়। এই ঘটনায় সকলেই খুব বিস্মিত।

You might also like!