International

5 hours ago

Pahalgam Terror Attack Updates: কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের ঝামেলা বহু পুরনো,ডোনাল্ড ট্রাম্প

U.S. President Donald Trump
U.S. President Donald Trump

 

ওয়াশিংটন ও নয়াদিল্লি, ২৬ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এই হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও তলানিতে পৌঁছেছে। এমতাবস্থায় দুই দেশকে বিশেষ বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (আমেরিকার সময় অনুযায়ী) ট্রাম্প বলেন, ‘আমি ভারতের খুব কাছের, আমি পাকিস্তানেরও খুব কাছের এবং কাশ্মীরে তাঁরা হাজার বছর ধরে সেই লড়াই চালিয়ে যাচ্ছে।"

ট্রাম্প বলেছেন, "কাশ্মীরে এক হাজার বছর ধরে ঝামেলা চলছে, সম্ভবত তার চেয়েও বেশি সময় ধরে। সেটা ছিল একটা খারাপ ঘটনা (পহেলগামে সন্ত্রাসী হামলা)। দেড় হাজার বছর ধরে ওই সীমান্তে উত্তেজনা ছিল। পরিস্থিতি একই রকম, কিন্তু আমি নিশ্চিত, তাঁরা কোনও না কোনওভাবে এটি সমাধান করবে। আমি উভয় নেতাকেই চিনি। পাকিস্তান ও ভারতের মধ্যে প্রচণ্ড উত্তেজনা রয়েছে, যা সবসময়ই ছিল।"


You might also like!