Country

21 hours ago

Renovation of Vidisha Station: পুনর্নির্মাণ হচ্ছে বিদিশা স্টেশন, পরিদর্শন করলেন শিবরাজ

Renovation of Vidisha Station
Renovation of Vidisha Station

 

বিদিশা, ৩ মে : কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান শনিবার বিদিশা রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। কাজের অগ্রগতি দেখে তিনি সন্তুষ্টি ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, 'বিকশিত ভারত'-এর জন্য, রেলওয়ে স্টেশনগুলিও উন্নত করা উচিত। বিদিশা রেলওয়ে স্টেশনকে আধুনিকীকরণ এবং জনগণের জন্য পরিষেবা সম্প্রসারণের জন্য প্রথম পর্যায়ে ২৪ কোটি টাকা অনুমোদিত হয়েছে। আজ, ডিআরএম আমাকে জানিয়েছেন, দ্বিতীয় পর্যায়ের প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। এটি গ্রহণের মাধ্যমে, বিদিশা রেলওয়ে ট্র্যাকের ওপারেও সমস্ত সুযোগ-সুবিধা সম্প্রসারিত করা হবে।"


You might also like!