Breaking News
 
SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব Abhishek Banerjee: ‘বাংলা নয়, সময় হয়েছে আপনাদের পাল্টানোর!’ সিঙ্গুরের মঞ্চ থেকে মোদীর আক্রমণের জবাবে হুঙ্কার দিলেন অভিষেক

 

International

1 year ago

Israeli attack on Gaza school:গাজায় বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত ৩০, বেশিরভাগই শিশু

Israeli attack on Gaza school
Israeli attack on Gaza school

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলের দেইর–আল–বালাহ এলাকার পাশে একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক।স্থানীয় সময় গতকাল শনিবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, ‘খাদিজা স্কুল’ নামে ওই বিদ্যালয় প্রাঙ্গণে ফিলিস্তিনি উদ্বাস্তুরা আশ্রয় নিয়েছিলেন।তিং হুয়াং জুটি।

এরপর  চিন সোনা জিতল সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে। এই ইভেন্টে রুপা জিতেছে যুক্তরাষ্ট্র ও ব্রোঞ্জ গ্রেট ব্রিটেনের। ২০০৪ সালে এথেন্সের পর প্রথম অলিম্পিকের উদ্বোধনী দিনে পদক পেল গ্রেট ব্রিটেন।তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, খাদিজা বিদ্যালয়ের ভেতরে হামাস নিয়ন্ত্রণ কেন্দ্র খুলেছিল। সেখানে হামাস সদস্যরা অবস্থান করছিলেন। সেখানে অস্ত্রের মজুত গড়ে তোলা হয়েছিল। এমনকি ওই বিদ্যালয় থেকে বিভিন্ন জায়ঘায় হামলার পরিকল্পনা করা হতো।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজ প্রকাশ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বিদ্যালয়ে এই হামলায় হতাহতরা বেসামরিক মানুষ। বেশিরভাগই শিশু। বিবিসির পক্ষ থেকে ওই ভিডিওর সত্যতা যাচাই করা হয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শনিবার সকালে দেইর–আল–বালাহ এবং গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৮৯ জন।

You might also like!