Breaking News
 
Tirumala Tirupati Temple: ধর্মীয় শৃঙ্খলাভঙ্গ নাকি খ্রিস্টধর্মের প্রচার? তিরুপতি মন্দিরের আধিকারিক সাসপেন্ড, উঠছে ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন! Alia Bhatt: পরিকল্পিতভাবে ৭৭ লক্ষ টাকা আত্মসাৎ! আলিয়ার কোটি টাকার প্রতারণা কাণ্ডে গ্রেফতার ঘনিষ্ঠ সহকারী SSC Scam: নতুন এসএসসি নিয়োগে আপত্তি, ডিভিশন বেঞ্চে গেলেন চাকরিপ্রার্থী একাংশ NRC notice to West Bengal resident: “এনআরসি চাপাতে চাইছে বিজেপি” — দিনহাটায় বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর Shamik Bhattacharya: মুখ্যমন্ত্রী পদে বিজেপির মুখ কে?শমীকের উত্তর ঘুরপাক খেল দলীয় সিদ্ধান্তে! Mercedes + UAE Golden: ₹১ কোটিতে ভারতে মার্সিডিজ, দুবাইয়ে গোল্ডেন ভিসা সহ মার্সিডিজ! তুলনামূলক বিশ্লেষণে নেটদুনিয়ায় চর্চা

 

International

8 months ago

Dhakeshwari National Temple:মহাসপ্তমীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভক্ত-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

Dhakeshwari National Temple
Dhakeshwari National Temple

 

ঢাকা, ১০ অক্টোবর : রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহাসমারোহে সম্পন্ন হয়েছে মহাসপ্তমীর পূজা। মহাসপ্তমী উপলক্ষ্যে আজ দর্শনার্থীদের ভিড় জমেছে ঢাকেশ্বরী মন্দিরে। গোট মন্দিরে দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এসেছেন শুধু পূজা দেখতে।

দুর্গাপূজা উপলক্ষ্যে নানা আয়োজন করা হয়েছে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে। পূজা দেখার জন্য মন্দিরে বহু বিদেশিও সমানতালে ভিড় জমিয়েছেন। মায়ের কাছে সকলের অনেক চাওয়া। ভক্তবৃন্দরা আশা করে মায়ের কাছে তাঁদের সকল আবদার-চাওয়া পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছেন।

দুর্গাপূজার মহাসপ্তমীতে পুজোমণ্ডপে দেখা গেছে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, তাদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত, বিদেশি কুটনৈতিক, ডাক্তার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকা, ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের মানুষজনকে।

ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত কাজল ভট্টাচার্য বলেন, আজ মহাসপ্তমী। আমাদের ঢাকেশ্বরী মন্দিরে যতটুকু নিরাপত্তা দেওয়ার দরকার প্রশাসন দিচ্ছে। তবুও কিছু অসাধু ব্যক্তি সারা দেশে প্রতিমা ভাঙচুর করেছে। ঢাকেশ্বরী মন্দির অন্যান্য মন্দির থেকে আলাদা। আমাদের এখানে নবরাত্রি পূজা হয় দশমী পর্যন্ত। সেটা হচ্ছে মায়ের আশীর্বাদে। মায়ের কাছে প্রার্থনা করি সুষ্ঠুভাবে যেন মায়ের পূজা সম্পন্ন করতে পারি। সবাইকে শারদীয়া শুভেচ্ছা জানাই।

মন্দিরের আরেক পুরোহিত তপন ভট্টাচার্য বলেন, প্রতিবছরের নতো এবারও চলছে আমাদের শারদীয় দুর্গাপূজা। ষষ্ঠীর অধিবাস ও আমন্ত্রণ সপ্তমী পূজায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আগত ভক্তবৃন্দরা পূজা দিচ্ছেন। আমাদের মন্দিরে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তাই মায়ের কাছে আকুল প্রার্থনা, যেন সবাই সুন্দরভাবে পূজা দিতে পারেন।

পূজায় ঘুরতে আসা কলেজছাত্রী সৃষ্টি বলেন, প্রতিবারের মতো এবার পূজায় আনন্দ করছি। কিন্তু কোথাও যেন একটু আনন্দ কম হচ্ছে। এখন ঢাকেশ্বরী মন্দির ঘুরছি। এর পর বাকি সব মন্দির ঘুরে দেখব। দেশের অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও এখানে নিরাপত্তা অনেক ভালো। এক বছর পর মায়ের জন্য অপেক্ষা করি। মা আসে, অনেকের ভালোও হয়, আবার খারাপও হয়। এ নিয়ে আমরা বেঁচে আছি।

কলেজ ছাত্র প্রীতম সুর পুরনো ঢাকার সূত্রাপুর থেকে ঘুরতে এসে বলেন, আজ মহাসপ্তমীতে পূজাটা খুব ভালো করেছে ঢাকেশ্বরী মন্দির। আমাদের এলাকার পূজাও খুব ভালো হচ্ছে। মাঝে মাঝে আমরা খবর পাচ্ছি প্রতিমা ভাঙচুর করা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। এ ধরনের অনেক খবর আমাদের কানে আসছে। এমন কাজ করা উচিত নয়। কোনও ধর্মের মানুষ এ সব করে না। কোনও ধর্ম বলে না যে অন্য ধর্মের মুর্তি ভাঙতে হবে। এর জন্য দুর্গাপূজায় একটু কষ্টে আছি। সবাইকে জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা।

পূজায় ঘুরতে এসে দেখা মিলেছে ইঞ্জিনিয়ার মিহিরচাঁদ দের সঙ্গে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দুর্গাপূজার আনন্দটা তেমন আর পাওয়া যাচ্ছে না। তবুও আমরা আনন্দকে ভাগ করে সবাই উপভোগের চেষ্টা করছি। বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বজনীন হিসেবে গণ্য করি। একটা বাগানে যেমন গোলাপ থাকলে বাগানের সৌন্দর্য ফোটে না। তেমনি ওই বাগানে বিভিন্ন ফুলের সমারোহ থাকলে বাগান পরিপূর্ণভাবে ফুটে উঠে। দুর্গাপূজা সবাই মিলে উপভোগ করি এবং সবার মঙ্গল কামনা করি। বর্তমানে কিছু দুষ্কৃতকারী বিভিন্ন জায়গায় প্রতিমা ভাঙচুর করে আমাদের আনন্দকে ম্লান করে দেওয়ার অপচেষ্টা করছে। দুর্গতিনাশিনী দুর্গা মা দুষ্কৃতকারীদের নিভৃত করে আমাদের আনন্দকে উপভোগ করার মন মানসিকতা দেবেন বলে আশা করি।এদিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রশাসনিক নিরাপত্তায় বিরাজমান সেনাবাহিনী ও আইশৃঙ্খলা বাহিনী পুলিশ, আনসার।

You might also like!