ধর্মশালা, ২ জুলাই : নিজের উত্তরসূরির কথা ঘোষণা করলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। বুধবার দলাই লামা নিশ্চিত করেছেন, তাঁর অবর্তমানেও তাঁর এক জন উত্তরসূরি থাকবেন, যিনি বিশ্ব জুড়ে বৌদ্ধধর্ম প্রচার এবং প্রাচীন ঐতিহ্য অব্যাহত রাখবেন। অনেকেই বর্তমান দলাই লামাকে ছাড়া ভবিষ্যতে কী হবে, সেই আশঙ্কা করেছিলেন। এদিন দলাই লামা তাঁর অবর্তমানেও কার্যালয় চালু রাখার নির্দেশ দেন। এছাড়া এও স্পষ্ট করে দেওয়া হয়েছে, দলাই লামার কার্যালয় ছাড়া উত্তরসূরির উপরে কারওরই প্রভাব খাটবে না।