ইসলামাবাদ, ৯ ফেব্রুয়ারি : পাকিস্তানের সাধারণ নির্বাচনে এ পর্যন্ত পাওয়া খবরে দু''টি আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। কাম্বার শাহদাদকোট-১ এর ১৯৪ নম্বর আসনে ১ লক্ষ ৩১ হাজার ২১৭ ভোট পেয়ে জিতেছেন বিলাওয়াল। তার প্রতিদ্বন্দ্বী রাশিদ সোমারো পেয়েছেন ৩৪ হাজার ৫৭২ ভোট। আর লারকানার ১৯৬ আসনে পিপিপি প্রধান পেয়েছেন ৮৫ হাজার ৩৭০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে উলামায়ে ইসলামের প্রার্থী মেহমুদ সোমারো পেয়েছেন ৩৪ হাজার ৪৯৯ ভোট।
অন্যদিকে, পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে এনএ-১১৯ নম্বর আসন থেকে জয় পেয়েছেন নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ। মোট ৮৩ হাজার ৮৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন মরিয়ম। এনএ আসনে এটিই প্রথম জয় তার। মরিয়ম বর্তমানে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।