Country

1 day ago

Delhi Budget 2025-26: বস্তি ও জেজে কলোনিতে সুযোগ-সুবিধা প্রদান করা সর্বোচ্চ অগ্রাধিকার, রেখা গুপ্তা

Delhi CM Rekha Gupta
Delhi CM Rekha Gupta

 

নয়াদিল্লি, ২৫ মার্চ : বস্তি ও জে জে (ঝুগ্গি ঝোপরি) কলোনিগুলিতে মৌলিক সুযোগ-সুবিধা প্রদান করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। জোর দিয়ে বললেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। মঙ্গলবার দিল্লি বিধানসভায় বাজেট পেশ করার সময় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, "আমরা বস্তি ও জেজে কলোনির উন্নয়নের জন্য দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড-কে ৬৯৬ কোটি টাকা বরাদ্দ করছি।"

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব দ্বারা অনুপ্রাণিত হয়ে, এই বাজেট দিল্লিকে আধুনিক, নিরাপদ এবং উচ্চ প্রযুক্তির পরিকাঠামোতে সজ্জিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। দিল্লি এখন যানজটমুক্ত এক্সপ্রেসওয়ে, নিরবচ্ছিন্ন সংযোগ, উন্নত করিডোর এবং স্মার্ট নজরদারি ব্যবস্থার এক নতুন যুগে প্রবেশ করবে।"


You might also like!