International

1 year ago

Taiwan : পোষ্য পাখির আক্রমণে আহত ডাক্তারকে ৭৪ লক্ষ টাকা জরিমানা দিলেন পাখির মালিক

Taiwan
Taiwan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এমন ঘটনাও ঘটে। আপাত নিরীহ এক পাখি হঠাৎ উড়ে গিয়ে বসে এক চিকিৎসকের গায়ে। ভয়ে চিকিৎসক আহত হয়ে যায়। ব্যস, আদালত! ঘটনাটি ঘটেছে তাইওয়ানে। পোষ্য ম্যাকাও যেহেতু চিকিৎসককে আহত করেছে, তাই জরিমানার পাশাপাশি দু'মাসের কারাদণ্ডের কথাও বলা হয়েছে, এমনটাই খবর বিবিসির প্রতিবেদনে। ডাঃ লিন বলেন, পাখিটি গায়ে আচমকা এসে বসায় পায়ের ঊর্ধাংশের হাড় ভেঙে যায়। তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুসারে, পাখির এমন আচরণ অবাক করা না হলেও, এই ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছেন চিকিৎসক। কিন্তু ওই নিরীহ পাখির জন্য এতো খেসারত!


 চিকিৎসক জানিয়েছেন, আঘাতের ফলে অনেকটাই ক্ষতি হয়েছে তাঁর। তার আইনজীবী বলেন, "তিনি এখন হাঁটতে পারেন, কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে অবশ হয়ে যায় তাঁর পা।" বিচারক জানিয়েছেন, এই ম্যাকাওটির আকার ৪০ সেমি লম্বা এবং ৬০ সেন্টিমিটার ডানা। ফলে এত বিশাল প্রাণীর মালিকের "প্রতিরক্ষামূলক ব্যবস্থা" নেওয়া উচিত ছিল। শেষ পর্যন্ত পাখির জন্য বিস্তর ক্ষতির মুখে পড়তে হলো মালিককে।

You might also like!