শ্রীনগর, ১৩ মে : বারামুল্লা ও কুপওয়ারা জেলা ছাড়া জম্মু ও কাশ্মীরের সর্বত্রই মঙ্গলবার থেকে খুলে গেল স্কুল ও কলেজ। তবে, ভারত-পাকিস্তান সীমান্তবর্তী বারামুল্লা ও কুপওয়ারা জেলায় আপাতত স্কুল ও কলেজ খুলছে না। শিক্ষা প্রতিষ্ঠা খোলেনি গুরেজেও। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং শিক্ষাঙ্গনে আসতে পারায় পড়ুয়ারাও খুশি। মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরে রিয়েসি-সহ বিভিন্ন জেলায় স্কুল ও কলেজ খুলে গিয়েছে।
কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন শুরু হবে বুধবার থেকে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্যাম্পাসে নিয়মিত ক্লাস শুরু হবে। তবে, জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বাইরের শিক্ষার্থীদের সোমবার থেকে ক্লাসে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।