শ্রীনগর, ৭ মে : আমরা কেউ যুদ্ধ চাই না, তবে পাকিস্তানকে আগে বন্দুক নামাতে হবে। এমনটাই প্রতিক্রিয়া দিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। বুধবার ওমর আব্দুল্লাহ বলেছেন, "আমরা কেউই যুদ্ধ চাই না। আমরা চাই পরিস্থিতির আবার উন্নতি হোক, কিন্তু প্রথমে আমাদের প্রতিবেশী দেশ (পাকিস্তান)-কে তাদের বন্দুক নামিয়ে রাখতে হবে।" মঙ্গলবার মধ্যরাতেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। অপারেশন সিঁদুরের পর থেকেই নিয়ন্ত্রণরেখা বরাবর সীমান্তের ওপার থেকে গোলাগুলি চালিয়ছে পাকিস্তান। পাল্টা জবাব ফিয়েছে দিয়েছে ভারতও। এমতাবস্থায় ওমর আব্দুল্লাহ বললেন, আমরা কেউ যুদ্ধ চাই না। ওমর আব্দুল্লাহ বলেছেন, "এই মুহূর্তে, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। হাসপাতালের ব্লাড ব্যাংকগুলিতে প্রয়োজনীয় জিনিসপত্রের কোনও অভাব নেই, সরবরাহের কোনও অভাব নেই... মহাসড়ক যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত।"