Life Style News

2 months ago

Fly Problem:ঘরময় মাছি ভনভন করে? দু'মিনিটে মাছি তাড়ানোর চার উপায়

Fly Problem
Fly Problem

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মশা-মাছির উপদ্রব খুবই সাধারণ বিষয়। গ্রাম-শহর নির্বিশেষে মানুষ মশা, মাছির অত্যাচারে জেরবার। পতঙ্গ তাড়ানোর জন্য যতই ধুপ, কয়েল কিংবা স্প্রে ব্যবহার করুন না কেন, তার প্রভাব থাকে মাত্র কয়েক ঘণ্টা। তাই জেনে নিন মাছি তাড়ানোর ঘরোয়া সমাধান।

একটি পাত্রের মধ্যে নুন ও জল নিয়ে সেটা ফুটিয়ে একটা স্প্রে তৈরি করুন। এবারে এই তরল বোতলের মধ্যে ভরে রাখুন। এই জল রান্নাঘরের প্রত্যেক কোনায় কোনায় স্প্রে করে দিন। নুন-জলের স্প্রে মাছি সহ্য করতে পারে না। এতে মাছির ভনভনানি কমবে। মাছি তাড়ানোর জন্য এক গ্লাস দুধের মধ্যে কয়েকটা গোলমরিচ এবং চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন, এরপর সেই মিশ্রণ রান্নাঘরের এক কোনায় রেখুন। দুধের এই মিশ্রণ থাকলে রান্নাঘরে মাছি আসা অনেকটাই কমতে পারে।

মাছি তাড়ানোর জন্য কাগজের চোঙা ব্যবহার করতে পারেন। একটি পাত্র কিংবা ফুলদানির মধ্যে যে কোনও তরল পদার্থ রেখে, তার মুখে কাগজের চোঙা রাখুন, মাছির উপদ্রব কমবে। এটি আসলে মাছি ধরার ফাঁদ। ভিনিগার দিয়ে মাছি মেরে ফেলা যায়। মাছি ভিনিগারের গন্ধে আকৃষ্ট হয়। একটি পাত্রে কিছুটা ভিনিগার নিয়ে প্লাস্টিক দিয়ে পাত্রটি মুড়ে দিন। থলির গায়ে ছোট ছোট ছিদ্র করে দিন যাতে মাছি ভেতরে প্রবেশ করতে পারে। এরপর আর সেখান থেকে মাছি বেরিয়ে আসতে পারে না, এভাবে মাছির সংখ্যা কমানো যেতে পারে।


You might also like!