Technology

5 hours ago

Keeway RR 300: বাজেট স্পোর্টস বাইক! Keeway RR300 এল দুর্দান্ত দামে!

Keeway RR 300
Keeway RR 300

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভারতের বাজারে বাজেট স্পোর্টস সেগমেন্টে চমক দিতে হাজির 2025 Keeway RR300। মাত্র ১.৯৯ লক্ষ টাকায় (এক্স-শোরুম) লঞ্চ হওয়া এই ফুল-ফেয়ার্ড ৩০০সিসি বাইকটি দেশের অন্যতম সাশ্রয়ী অফার। স্টাইলিশ লুকের সঙ্গে থাকছে জোড়া LED হেডল্যাম্প, ডিজিটাল TFT ডিসপ্লে ও সর্বোচ্চ ১৩৯ কিমি প্রতি ঘণ্টার স্পিড। সামনে ও পিছনে ডিস্ক ব্রেকসহ এই বাইক মিলবে তিনটি আকর্ষণীয় রঙে।

নতুন RR300 বাইকের লুকিং অনেকটাই আগের K300R-এর মতো, তবে আগের তুলনায় বেশি ধারালো। এর সামনের দিকে জোড়া এলইডি হেডল্যাম্প, বুমেরাং ডিজাইনের ডিআরএল, টিন্টেড উইন্ডস্ক্রিন আর স্প্লিট সিট আছে। এছাড়া রয়েছে ফুল-ডিজিটাল TFT ডিসপ্লে, ফুল এলইডি লাইট, আর ১২ লিটারের ফুয়েল ট্যাংক। বাইকটি সাদা, কালো আর লাল রঙে এসেছে।

পারফরম্যান্সের জন্য এই বাইকে দেওয়া হয়েছে ২৯২.৪সিসি সিঙ্গল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন, যা ২৭.৫ বিএইচপি পাওয়র এবং ২৫ এনএম টর্ক জেনারেট করতে পারে। এতে ছয়-গিয়ার যুক্ত ট্রান্সমিশনের সঙ্গে নিয়ন্ত্রণের জন্য স্লিপার ক্লাচ পাওয়া যাবে। কোম্পানির দাবি, এর টপ স্পিড ১৩৯ কিমি প্রতি ঘণ্টা।

RR300 বাইকটির চ্যাসিস একটি ব্যাসিনেট-টাইপ ফ্রেমে তৈরি। এর সামনে ৩৭ মিমি ইউএসডি ফর্ক এবং পিছনে মনোশক সাসপেনশন যুক্ত আছে। ব্রেকিংয়ের জন্য রয়েছে সামনে-পিছনে ডিস্ক ব্রেক আর ডুয়াল-চ্যানেল এবিএস।

এই সেগমেন্টে 2025 Keeway RR300-এর মূল প্রতিদ্বন্দ্বী TVS Apache RR310, BMW G 310 RR আর KTM RC 390-এর মতো জনপ্রিয় বাইক।


You might also like!