Game

2 months ago

Gary Ballance: নতুন ভূমিকায় জিম্বাবুয়ে দলে ফিরছেন দেশটির ও ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান গ্যারি ব্যালানস

Gary Ballance
Gary Ballance

 

হারারে, ৭ মে : নতুন ভূমিকায় জিম্বাবুয়ে দলে ফিরছেন দেশটির ও ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান গ্যারি ব্যালানস। ইংল্যান্ড সফরের জন্য জিম্বাবুয়ের কোচিং স্টাফে যুক্ত করা হয়েছে তাকে। আগামী ২২ মে ট্রেন্ট ব্রিজে একমাত্র টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ২০০৩ সালের পর ইংল্যান্ডের মাটিতে তাদের প্রথম টেস্ট এটি। এই সফরে ব্যালানসকে কোচিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার কথা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। ২০১৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২৩ টেস্ট খেলে ৪টি সেঞ্চুরি করেন ব্যালানস। ইংলিশদের হয়ে ওয়ানডে খেলেন তিনি ১৬টি। এরপর তার আন্তর্জাতিক কেরিয়ারের সমাপ্তি ঘটে। তবে ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে এক দশকের বেশি সময় খেলেছেন প্রাক্তন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। তার সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় জিম্বাবুয়ে।


You might also like!