দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : পাকিস্তান ক্রিকেটের খারাপ সময় যেন কিছুতেই শেষ হচ্ছে না। গত বছর নিজেদের ঘরের মাঠেই বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হারতে হয়েছিল। এ বার বাংলাদেশে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ়ও হারলেন সলমন আঘারা। টানা দু’টি ২০ ওভারের ম্যাচ জিতে সিরিজ় জয় নিশ্চিত করে নিলেন লিটন দাসেরা। মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতল ৮ রানে।
আঘা টস জিতে ফিল্ডিং করার পথ বেছে নেন।প্রথমে ব্যাট করে বাংলাদেশ করে ১৩৩ রান। মিরপুরের ২২ গজে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি বাংলাদেশের ব্যাটারেরা। ২৮ রানে ৪ উইকেট হারায় তারা। চাপের মুখে পঞ্চম উইকেটের জুটিতে পরিস্থিতি সামাল দেন জাকের আলি এবং মাহেদি হাসান। জাকের করেন ৪৮ বলে ৫৫ (১টি চার, ৫টি ছক্কা)। আর মাহেদির ব্যাট থেকে এসেছে ২৫ বলে ৩৩ রান (২টি চার, ২টি ছয়)। তাঁদের জুটিতে ওঠে ৫৩ রান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এ ছাড়া দু’অঙ্কের রান পেয়েছেন শুধু ওপেনার পারভেজ হোসেন ইমন (১৩)।
পাকিস্তানের বোলারদের মধ্যে সফলতম সলমন মির্জা ১৭ রানে ২ উইকেট নিয়েছেন। ২৩ রানে ২ উইকেট আহমেদ ড্যানিয়েলের। ৩৭ রানে ২ উইকেট আব্বাস আফ্রিদির। এ ছাড়া ১টি করে উইকেট পেয়েছেন ফাহিম আশরাফ এবং মহম্মদ নওয়াজ।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। প্রথম ছয় ব্যাটারের কেউ দু’অঙ্কের রান করতে পারেননি। ৪৭ রানেই ৭ উইকেট হারায় সফরকারীরা। শরিফুল ইসলাম এবং মাহেদি হাসানের বল খেলতেই পারেননি আঘারা। পাকিস্তান লড়াই করল মূলত আট নম্বরে ব্যাট করতে নামা আশরাফের ৩২ বলে ৫১ রানের ইনিংসের সুবাদে। ৪টি করে চার এবং ছক্কা মারেন তিনি। এ ছাড়া ব্যাট হাতে কিছুটা চেষ্টা করেন খুশদিল শাহ (১৩), আব্বাস (১৯) এবং ড্যানিয়েল (১৭)। কিন্তু লাভ হয়নি। ১৯.২ ওভারে ১২৫ রানে শেষ হয়ে যায় আঘার দলের ইনিংস।