West Bengal

5 hours ago

Raidighi Storm: মাত্র তিন মিনিটে ঝড়ে লণ্ডভণ্ড রায়দিঘি

Raidighi Storm (Symbolic picture)
Raidighi Storm (Symbolic picture)

 

রায়দিঘি,১৫ জুলাই : মঙ্গলবার সকাল ১০ টা ১৫ নাগাদ মাত্র তিন মিনিটের একটি ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘি বিধানসভার কুমড়ো পাড়া এলাকায়। ঝড়ের দাপটে বড় বড় গাছ ভেঙে পড়ে যায় তারের উপর। উড়ে যায় মাটির ও অ্যাসবেস্টারের ঘরের চাল। রাস্তার উপর গাছ ভেঙে পড়ে আছে । গাছ সরাতে ইতিরমধ্যে তৎপর হয়েছেন গ্রামের মানুষ। বন্ধ হয়ে আছে বিদ্যুৎ পরিষেবা। তবে আচমকায় এই ঝড়ে বেশ কয়েকটি পাকা ঘরের অ্যাসবেস্টার উড়ে যায়, এবং বেশ কয়েকটি মাটির ঘর ভেঙে যায় আর এই আচমকায় ঝড়ে ঘরের অ্যাসবেস্টার উড়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়ে ওই বাড়ির এক গৃহবধূ। গৃহবধূ জানিয়েছেন, আচমকা ঝড়ে ঘরের অ্যাসবেস্টার সব ভেঙে গিয়েছে।

You might also like!