Game

1 day ago

Manchester Test 2025:ব্যাট-বলের দারুণ লড়াই ম্যানচেস্টারে

Manchester Test 2025,
Manchester Test 2025,

 

ম্যানচেস্টার, ২৪ জুলাই : অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের প্রথম দিন বুধবার খেলা হয়েছে ৮৩ ওভার। ভারতের রানউইকেটে ২৬৪। দুর্ঘটনা ঘটলো চা পানের বিরতির পর। পেসার ক্রিস ওকসকে রিভার্স সুইপ করার চেষ্টায় ব্যর্থ পন্থের বুটে আঘাত করে ইয়র্কার ডেলিভারিএক পায়ে ব্যথায় কাতরাচ্ছিলেন তিনি, এমনকি দাঁড়াতেও পারছিলেন না ঠিকমতো। পরে জানা যায়,তার ডান পায়ের পাতায় একটা জায়গায় ফুলে গেছে। গলফ কার্টে করে মাঠের বাইরে নেওয়া হয় তাঁকে। তখন ৪৮ বলে ৩৭ রানে খেলছিলেন এই কিপার-ব্যাটসম্যান

প্রথম দিন ফিফটির দেখা পেয়েছেন ভারতের দুজন। ১০৭ বলে ৫৮ রান করেছেন জয়সওয়াল। ১৫১ বলে ৬১ রান করেছেন সুদর্শনএকসময় বিনা উইকেটে ৯৪ থেকে ভারতের স্কোর তখন ৩ উইকেটে ১৪০। সেখান থেকে দলের স্কোর দুইশ পার করেন পন্থ ও সুদর্শন। এ দিন ১৯ রানে পৌঁছে প্রথম সফরকারী কিপার-ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের মাটিতে টেস্টে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন পন্থ। কিন্তু চোট পেয়ে ৩৭ রানে থামতে হয় তাঁকে। চতুর্থ উইকেট জুটির রান ৭২।

You might also like!