Breaking News
 
New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের! Russian Plane Crash: আকাশেই অদৃশ্য, পরে ধ্বংসস্তূপে মিলল নিখোঁজ রুশ বিমান –৫০ যাত্রীর হতাহতের আশঙ্কা! OBC Case: ওবিসি তালিকা নিয়ে হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য! Modi in London today: মুক্ত বাণিজ্যে নতুন যুগের সূচনা আজ! ব্রিটেনের পর মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী মোদি

 

Entertainment

1 year ago

Kalki 2898 AD Release:কল্কি মুক্তির আগে প্রভাস ভক্তদের কাছে কেন ক্ষমা চাইলেন বিগ বি?

Amitabh with Prabhas
Amitabh with Prabhas

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আর মাত্র দু'দিনের অপেক্ষা। তারপরই সিলভার স্ক্রিনে মুক্তি পাবে বহু প্রতিক্ষীত ছবি কল্কি। নাগ অশ্বিনের নির্দেশনায় এই ছবিতে কাজ করেছেন অমিতাভ বচ্চন থেকে দীপিকা পাডুকোন, দক্ষিণী সুপারস্টার প্রভাস। দোসর টলিপাড়ার সিনিয়ার স্টার শাশ্বত চট্টোপাধ্যায়। দর্শকের উত্তেজনা উসকে সিনেমার প্রতিটি চরিত্রের লুক প্রকাশ্যে এসেছে। এক ছবিতে দীপিকা-প্রভাস-অমিতাভের মতো বিগ স্টারকে দেখার সুযোগ আগে কখনও হয়নি। তাই এই ছবি নিয়ে সিনেপ্রেমীদের আগ্রহ সীমাহীন। ২৭ জুন মুক্তি পাবে কল্কি। তার আগে প্রভাসের ভক্তদের কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন বিগ বি।

বিশেষ এই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসান, অমিতাভ বচ্চন ও প্রযোজক স্বপ্না ও প্রিয়াঙ্কা দত্ত ৷ সেই ভিডিয়োতে দেখা যায় অমিতাভ বচ্চন বলেন, "যখন পরিচালক নাগ অশ্বিন আমার কাছে এই ছবি নিয়ে আলোচনা করতে আসেন, তখন তিনি আমাকে চরিত্রর একটা সুন্দর ছবি বুঝিয়েছিলেন ৷ পাশাপাশি, ছবিতে প্রভাসের চরিত্র কেমন, তাও তিনি আলোচনায় তুলে ধরেন ৷ সেই সময় আমার মনে হচ্ছিল, দ্য প্রভাসের মতো বিশালাকায় ব্যক্তিকে আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিই ৷"

এরপরেই তিনি সকলের সামনে বলেন, "এই মনোভাবের জন্য প্রভাসের অনুরাগীরা আমাকে ক্ষমা করবেন ৷ আমি জোড়হাতে আবারও ক্ষমা চাইছি ৷ আমি এই ছবিতে যা করেছি, তা দেখে দয়া করে আমাকে মারবেন না ৷" এরপরেই শাহেনশা ইঙ্গিত দেন, ছবিতে প্রভাস ও তাঁর একটা বড় যুদ্ধের দৃশ্য রয়েছে ৷ যা ট্রেলারেও কিছুটা স্পষ্ট হয়েছে ৷ সূত্রের খবর, মাইথোলজিক্যাল সাইন্স ফিকশন ছবিতে বড়পর্দায় প্রভাস ও অমিতাভের মুখোমুখি লড়াই দর্শকদের বিনোদনের অন্য মাত্রায় নিয়ে যাবে ৷

এরপর অভিনেতা কমল হাসানও এক সিক্রেট সামনে আনেন ৷ তিনি বলেন,"আসলে এই ছবিতে কতগুলো ক্যামেরা ব্যবহার হয়েছে বা কতজন কাজ করেছেন বড় বিষয় নয় ৷ আসলে ছবির মূল ইউএসপি যদি কিছু হয়ে থাকে তা হল সেটে শান্ত পরিবেশ ৷ আসলে কোলাহল মানুষের মধ্যে থাকা উচিত আর থিয়েটারে ৷ কিন্তু সেটে কাজের মনোযোগের জন্য শান্ত পরিবেশ খুবই দরকার ৷ এখানে সেটাই হয়েছে, যা অন্যান্য সেটে কখনও দেখিনি ৷ এখানে কাজের সময় প্রত্যেকেই কথা বলেছেন কিন্তু ডিসিপ্লিন ম্যানারে ৷ একমাত্র পরিচালক নাগ অশ্বিনের গলার স্বর জোরে ছিল, যা সকলে শুনতেন ৷"

27 জুন বিশ্বব্যাপি মুক্তি পেতে চলেছে 'কল্কি 2898 এডি' ৷ জানা গিয়েছে, নির্মাতারা ছবির মিউজিক্যাল থিম বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে সামনে আনবেন ভগবার শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরাতে ৷ 'কল্কি'র মিউজিক্যাল থিম সামনে আসবে 24 জুন ৷


You might also like!