Country

3 days ago

Delhi High Court: আরও ৩ বিচারপতির শপথ, দিল্লি হাইকোর্টে বিচারকের সংখ্যা বেড়ে ৪৩

Three Judicial Officers Sworn-In As Judges Of Delhi High Court
Three Judicial Officers Sworn-In As Judges Of Delhi High Court

 

নয়াদিল্লি, ২৪ জুলাই : দিল্লি হাইকোর্টে মোট বিচারকের সংখ্যা বেড়ে হল ৪৩। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন ৩ জন বিচারপতি। এই ৩ জন বিচারপতি হলেন, বিচারপতি শৈল জৈন, বিচারপতি মধু জৈন এবং বিচারপতি বিনোদ কুমার। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় তাঁদের শপথ বাক্য পাঠ করান। এর আগে গত ২১ জুলাই বিচারপতি ভি. কামেশ্বর রাও, বিচারপতি নীতিন ওয়াসুদেও সাম্ব্রে, বিচারপতি বিবেক চৌধুরী, বিচারপতি অনিল ক্ষেত্রপাল, বিচারপতি অরুণ কুমার মোঙ্গা এবং বিচারপতি ওম প্রকাশ শুক্লা দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন। এর ফলে দিল্লি হাইকোর্টে বিচারপতির সংখ্যা বেড়ে ৪৩ হয়েছে।

You might also like!