Country

6 hours ago

Haryana CM Saini:হরিয়ানার বাংলাদেশী অনুপ্রবেশকারীদের শীঘ্র বহিষ্কারের ঘোষণা মুখ্যমন্ত্রী সাইনির

Haryana CM Saini
Haryana CM Saini

 

চণ্ডীগড় : “হরিয়ানায় বাংলাদেশী অনুপ্রবেশকারীদের কোন স্থান নেই এবং তাদের খুব শীঘ্রই রাজ্য থেকে বার করা হবে।” এক্সবার্তায় এই মন্তব্য করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সাইনি।

তিনি লিখেছেন, “দেশের সুরক্ষায় সমস্যা সৃষ্টি করা ব্যক্তিদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কেবল দুর্ভাগ্যজনকই নয়, রাষ্ট্র কল্যাণের পরিপন্থীও। একজন মুখ্যমন্ত্রী তোষণ এবং ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য এমন স্তরে নেমে এসেছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। আজ তিনি দেশের সুরক্ষার সাথে ছেলেখেলা করছেন।ভারতের একতা ও সার্বভৌমত্ব এবং সংবিধানের বিরুদ্ধে কোন অন্যায় হরিয়ানা এবং দেশ স্বীকার করবে না। আমাদের জন্য দেশের কল্যাণ সর্বোপরি এবং সবসময় তাই থাকবে।”

You might also like!