দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : তারকাদের জাঁকজমকপূর্ণ পোশাক যেমন নজর কাড়ে, তেমনই মাঝে মাঝেই সেই পোশাকের অনিচ্ছাকৃত বিপত্তিও রয়ে যায় চর্চার কেন্দ্রে। ক্যামেরার ফ্ল্যাশ ঝলকানির সামনে দাঁড়িয়ে থাকা তারকাদের একটুও অসতর্ক মুহূর্ত নিমেষেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এমনই এক ঘটনা ঘটেছে জনপ্রিয় হলিউড গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের সঙ্গে। সম্প্রতি একটি লাইভ কনসার্টে পারফর্ম করার সময় আচমকাই তাঁর স্কার্ট খুলে যায়। মুহূর্তটির ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে। এই হঠাৎ ঘটে যাওয়া ওয়ারড্রোব ম্যালফাংশনের পরও পেশাদারিত্ব বজায় রেখে নিজের পারফরম্যান্স চালিয়ে যান জেলো। তবে নেটিজেনরা এই মুহূর্তটিকে ঘিরে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন, কেউ মজা করছেন, তো কেউ প্রশংসা করছেন তাঁর আত্মবিশ্বাস আর দৃঢ়তায় ভরা উপস্থিতির।
গত ২৫ জুলাই পোল্যান্ডের ওয়ারশ-এ কনসার্ট করছিলেন হলিউড গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। জেনিফারের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এসময় গায়িকা প্রথমে একটি সোনালি রঙের শর্ট স্কার্ট পরে আসেন। তবে হঠাৎই মঞ্চে থাকাকালীন ঢিলে হয়ে যায়। এবং তা খুলে নীচে পড়ে যায়। দেখা যায় যে এতে বেশ নার্ভাস হয়ে পড়েন জেনিফার লোপেজ।
তবে পরমুহূর্তেই ব্যাপারটা সামলে নেন জেনিফার লোপেজ। তিনি মস্করা করে বলে ওঠেন, ‘আমি নীচে অন্তর্বাস পরে আছি’। বলেই হাসতে থাকেন তিনি। সঙ্গে সেই সোনালি রঙের অন্তর্বাস পরে পোজও দিতে থাকেন। এমনকী, দেখা যায় উৎসাহে ফেটে পড়েন দর্শকরা এর পরে।জেনিফারের এই ভিডিয়ো ইন্টারনেটে খুব ভাইরাল হচ্ছে। এই ভিডিয়োতে আপনারা দেখতে পারবেন যে, পরে তাঁর দলের এক সদস্য তাঁকে সেই স্কার্টটি তুলে পরিয়ে দিচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি নিজের ৫৬তম জন্মদিন পালন করেছেন জেনিফার।
একটি স্কার্ট পরে। একই সঙ্গে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভক্তরা হ্যাপি বার্থডে বোল বলে স্লোগান দিচ্ছিলেন। আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি নিজের ৫৬তম জন্মদিন পালন করেছেন জেনিফার। যদিও তাঁকে দেখে তা বোঝার উপায় নেই। এমনকী এনার্জিও দেখার মতো।