
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শরীরে এখন ঠান্ডা জলের স্পর্শ পেলেই শীতের কাঁপুনি টের পাওয়া যাচ্ছে। ভোরের দিকে গায়ে হালকা চাদরও নিতে হচ্ছে। তবে এখনও হয়তো গরম জলের ব্যবহার পুরোপুরি শুরু হয়নি। এই সময়টাই হলো গিজ়ার পরীক্ষা করে নেওয়ার আদর্শ সময়। গিজ়ার চালানোর আগে কয়েকটি বিষয় নজর রাখা জরুরি। না হলে যখন তখন ফেটে যেতে পারে গিজ়ার। গিজ়ারে যদি থার্মোস্ট্যাট থাকে, তা হলে প্রয়োজনীয় তাপমাত্রা অনুযায়ী সেট করে নিন। ১২০ ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রা রাখবেন না। এতে বিদ্যুতের খরচ বাঁচাতে পারবেন এবং গিজ়ারের ক্ষয়ও এড়াতে পারবেন। বহু মানুষ রয়েছেন, যাঁরা গিজ়ার চালানোর পরে বন্ধ করতে ভুলে যান। ঘণ্টার পর ঘণ্টা গিজ়ার চালু থাকলে বিপদ ঘটতে পারে। তাই এই ঝামেলা এড়াতে গিজ়ারে টাইমার সেট করে দিন। এতে নির্দিষ্ট সময়ের পর গিজ়ার বন্ধ হয়ে যাবে। এতে বিদ্যুতের খরচ এবং দুর্ঘটনা এড়াতে পারবেন।
বেশ কিছু গিজ়ার রয়েছে, যা জল গরম হওয়ার পরে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময়ে এমনটা হয় না। এই সমস্যা আগে থেকে যাচাই করে নিন। আবার অনেক সময়ে যান্ত্রিক গোলযোগের কারণে গিজ়ারে জল গরম হতেই চায় না। তাই এই বিষয়গুলোর খেয়াল রাখা জরুরি। জল গরম না হলে, নির্দিষ্ট সময় পরেও গিজ়ার বন্ধ না হলে বুঝবেন এর সার্ভিসিং করানো দরকার।
হয়তো দু’মগ গরম জল ব্যবহার করেছেন। এখনও গিজ়ার ভর্তিই রয়েছে। গিজ়ারেই জমে রয়েছে গরম জল। এই কাজ করলে চলবে না। গিজ়ার খালি করতে হবে। গরম জল গিজ়ারেই জমে থাকলে ভিতর আয়রন জমতে পারে। এতে গিজ়ারের আয়ু কমতে পারে। যদি বাড়ির সদস্যরা পর পর ওই জল ব্যবহার করে নেন, তা হলে ভালো। তা না হলে গিজ়ার থেকে সম্পূর্ণ গরম জল বের করে নিন।
