Country

6 hours ago

Bankura :দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, প্রতিবাদে পথ অবরোধ বাঁকুড়ার খাতড়ায়

Khatra accident news
Khatra accident news

 

বাঁকুড়া, ২২ জুলাই : মঙ্গলবার ভোরে বাঁকুড়ার খাতড়ায় গাড়ির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, খড়বেন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার প্রতিবাদে ও ওই এলাকায় স্পিড ব্রেকার তৈরির দাবিতে সকাল ৬টা থেকে বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে ওই রাস্তায় যান চলাচল বন্ধ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলার চেষ্টা করে।

বাঁকুড়ার খাতড়া ব্লকের দুবরাজপুর গ্রামের বাসিন্দা শম্ভু বারিক (৭০) মঙ্গলবার ভোরে তিনি নাতনিকে সাইকেলে চাপিয়ে খড়বন বাস স্টপে যাচ্ছিলেন। নাতনিকে বাসে তুলে দিয়ে তিনি সাইকেলে চেপে গ্রামে ফিরছিলেন। ওই সময় বেপরোয়া একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মারা যান। স্থানীয়রা শম্ভূ বারিককে রাস্তার উপর রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন। কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার প্রতিবাদে ও খড়বনের রাস্তায় স্পিড ব্রেকার তৈরির দাবিতে সকাল ৬টা থেকে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

You might also like!