Breaking News
 
New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের! Russian Plane Crash: আকাশেই অদৃশ্য, পরে ধ্বংসস্তূপে মিলল নিখোঁজ রুশ বিমান –৫০ যাত্রীর হতাহতের আশঙ্কা! OBC Case: ওবিসি তালিকা নিয়ে হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য! Modi in London today: মুক্ত বাণিজ্যে নতুন যুগের সূচনা আজ! ব্রিটেনের পর মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী মোদি

 

Entertainment

1 day ago

Tollywood gossip 2025:ঋতুপর্ণাকে নিয়ে মদন মিত্রের প্রেমময় মন্তব্য ভাইরাল

Madan Mitra Rituparna viral video
Madan Mitra Rituparna viral video

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : গত তিন দশক ধরে নানান ঘরানার ছবিতে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘গুড বাই মাউন্টেন’, যা প্রেমের গল্পে ভরপুর ইন্দ্রাশিস আচার্যের পরিচালনায়। এই ছবিতে ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, একসঙ্গে এই জুটিকে পর্দায় দেখতে দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা।

ঋতুপর্ণা-ইন্দ্রনীল জুটিকে পর্দায় দেখে উচ্ছ্বসিত দর্শক। এ দিন নায়িকাকে প্রশংসায় ভরালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। ছবির বিশেষ প্রদর্শনে হাজির হয়েছিলেন তিনি। ঋতুপর্ণার পরনে ছিল আজরাখ কাজের একটি সালোয়ার স্যুট, সঙ্গে মানানসই গয়না। আর মদন পরেছিলেন সাদা পাঞ্জাবি, পাজামা। তিনি নেতা হলেও অভিনয়ের প্রতি তাঁর এক অন্য টান আছে। নিজে গান-বাজনা করতে ভালবাসেন। আগে সমাজমাধ্যমের পাতায়ও খুব সক্রিয় ছিলেন।

নতুন ছবিতে ঋতুপর্ণাকে দেখে মুগ্ধ মদন। তিনি বললেন, “ঋতুপর্ণা এক এবং অদ্বিতীয় । তিনি যে ছবিতে থাকবেন একাই টেনে নিয়ে যাবেন। ওর সঙ্গে অভিনয়ও করলাম।” কিছু দিন আগে মুক্তি পেয়েছে ‘ম্যাডাম সেনগুপ্ত’। তা নিয়ে বেশ হইচই হয়েছিল। অগস্টে আবার পর্দায় ‘বেলা’ হয়ে ফিরবেন নায়িকা। এর আগেও মহিলাকেন্দ্রিক কাহিনিতে দর্শক তাঁকে দেখেছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, “নতুন পরিচালক, প্রযোজকদের সঙ্গে কাজ করতে আমি সর্ব ক্ষণ আগ্রহী। তবে আমার কোনও ছবির সঙ্গে অন্য ছবির মিল খুঁজে পাবেন না কেউ। প্রতিটি গল্প ভিন্ন স্বাদের। ‘গুড বাই মাউন্টেন’ ছবিতে যেমন পরিণত প্রেমের ছবি দেখা যাবে। তেমনই ‘বেলা’ নারীশক্তির উদ্‌যাপন করবে।”



You might also like!