
নয়াদিল্লি, ১ নভেম্বর : বায়ুদূষণে জেরবার জাতীয় রাজধানী দিল্লি। শনিবারও দূষণে জর্জরিত দিল্লির বাতাস। দিল্লির আইটিও এলাকায় শনিবার ভোরে বাতাসের গুণগতমানের সূচক ছিল ২৭০। পাশাপাশি অক্ষরধাম এলাকায় বাতাসের গুণগতমান ছিল ২৭২। লোধি রোডে 'মন্দ' বিভাগে ছিল বাতাসের গুণগতমান।
দিল্লি এইমস এবং আশেপাশের এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 'খারাপ' বিভাগে ২৯১ রেকর্ড করা হয়েছে। শুধুমাত্র দিল্লি নয়, উত্তর প্রদেশের গাজিয়াবাদও এদিন সকালে মাত্রাতিরিক্ত দূষণের কবলে ছিল। এতটাই ছিল দূষণ ছিল, চারিদিক ধোঁয়াশায় ঢেকে যায়। দিল্লি-এনসিআর-এ বায়ুর গুণগতমান আরও খারাপ যাতে না হয়, সে জন্য কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট ১ নভেম্বর থেকে দিল্লিতে রেজিস্ট্রেশন নয় এমন সমস্ত বিএস-৩ এবং নিম্নমানের বাণিজ্যিক পণ্যবাহী যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করেছে। দিল্লি ট্রান্সপোর্ট এনফোর্সমেন্ট টিমের সাব ইন্সপেক্টর ধর্মবীর কৌশিক বলেন, "বিএস৩ যানবাহন ফেরত পাঠানো হচ্ছে। সেগুলির দিল্লিতে প্রবেশের অনুমতি নেই। এটি শুধুমাত্র ভালো যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য; যাত্রীবাহী যানবাহনের উপর কোনও বিধিনিষেধ নেই।"
