Breaking News
 
New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের! Russian Plane Crash: আকাশেই অদৃশ্য, পরে ধ্বংসস্তূপে মিলল নিখোঁজ রুশ বিমান –৫০ যাত্রীর হতাহতের আশঙ্কা! OBC Case: ওবিসি তালিকা নিয়ে হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য! Modi in London today: মুক্ত বাণিজ্যে নতুন যুগের সূচনা আজ! ব্রিটেনের পর মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী মোদি

 

Entertainment

15 hours ago

Avatar 3: ট্রেলারে ফিরল Avatar 3!বিশাল বাজেটের সিনেমায় ভিলেনকে ঘিরে উত্তেজনা তুঙ্গে

Avatar 3
Avatar 3

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : বিশ্বের সর্বাধিক আয়কারী ছবিগুলির তালিকায় শীর্ষে থাকা ‘অ্যাভাটার’ এখন অন্যতম বড় ফিল্ম ফ্র্যাঞ্চাইজির নাম। পরিচালক জেমস ক্যামেরনের এই মহাকাব্যিক ফ্র্যাঞ্চাইজির এখন পর্যন্ত দুটি পর্ব মুক্তি পেয়েছে। তৃতীয় পর্বের জন্য ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা। এই আবহেই নির্মাতারা সম্প্রতি প্রকাশ করেছেন ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ শীর্ষক তৃতীয় পর্বের ট্রেলার, যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। উল্লেখ্য, এর আগের পর্ব ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ নামে মুক্তি পেয়েছিল। এবার ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ নিয়ে আবারও চর্চার কেন্দ্রে প্যান্ডোরার জগৎ। ভক্তদের প্রত্যাশাও এখন আকাশছোঁয়া।

"অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ"-এর ট্রেলারে প্যান্ডোরার জগতে এক নতুন ও ভয়ংকর অধ্যায়ের সূচনা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এই পর্বে গল্পের মূল ফোকাস একটি রহস্যময় গোষ্ঠী ‘অ্যাশ পিপল’-কে ঘিরে। ট্রেলারে দেখা যাচ্ছে, জ্যাক সালি ও তার পরিবারকে ম্যাটকে গোত্রের সঙ্গে মিলে লড়াই করতে হচ্ছে ওয়ারাং এবং তার শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে। সবচেয়ে চমকপ্রদ দিক হল—এইবার ওয়ারাং এবং কর্নেল মাইলস কোয়ারিচ একসঙ্গে জোট বেঁধেছেন। ট্রেলারে আরও দেখা যায়, ওয়ারাং আগুন নিয়ন্ত্রণের অতিপ্রাকৃত ক্ষমতা অর্জন করেছে, আর প্যান্ডোরার ঘন বন দাউদাউ করে জ্বলছে। এই সব মিলিয়ে তৃতীয় পর্বে এক রোমাঞ্চকর ও ধ্বংসাত্মক লড়াইয়ের ইঙ্গিত স্পষ্ট।আপনাদের জানিয়ে রাখি যে সম্প্রতি, 'অ্যাভাটার'-এর নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় তথ্য দিয়েছিলেন যে উনা চ্যাপলিনকে এতে একজন খলনায়কের ভূমিকায় দেখা যাবে। এরপর, ভক্তরা তাকে এই ভূমিকায় দেখতে আগ্রহী।

মিডিয়া রিপোর্ট অনুসারে, Avatar 3-তে আনুমানিক 2100 কোটি টাকা খরচ হয়েছে। এই বিগ বাজেটের ছবিটি 19 ডিসেম্বর ভারতে ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে। আপনাকে জানিয়ে রাখি যে Avatar-এর প্রথম অংশটি প্রায় 25 হাজার কোটি টাকা আয় করেছে। তাই দ্বিতীয় অংশটি প্রায় 20 কোটি টাকা আয় করেছে। এখন দেখার বিষয় হল Avatar 3 প্রথম 2 অংশকে ছাড়িয়ে যায় কিনা বা কেন।



You might also like!