Breaking News
 
New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের! Russian Plane Crash: আকাশেই অদৃশ্য, পরে ধ্বংসস্তূপে মিলল নিখোঁজ রুশ বিমান –৫০ যাত্রীর হতাহতের আশঙ্কা! OBC Case: ওবিসি তালিকা নিয়ে হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য! Modi in London today: মুক্ত বাণিজ্যে নতুন যুগের সূচনা আজ! ব্রিটেনের পর মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী মোদি

 

Entertainment

1 day ago

Sunny Deol:বৌদ্ধ ধর্মে মুগ্ধ মোহিত, লাদাখে দলাই লামার দর্শনে অভিনেতা

Actor meets Dalai Lama
Actor meets Dalai Lama

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : শুটিংয়ের তাড়া নেই, তাই বাবা-ছেলের নির্বিঘ্ন লাদাখ সফরেই মিলল জীবনের অনন্য মুহূর্ত। সেই সফরেই যেন পরমশান্তি খুঁজে পেলেন সানি দেওল। বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার দর্শনে মুগ্ধ হয়ে নিজের অনুভূতি ভাগ করে নিলেন ইনস্টাগ্রামে, আবেগে ভেসে উঠল বলি তারকার মন।

সানি দেওলের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে অভিনেতার হাত ধরে নিজের মাথায় ছুঁইয়ে রেখেছেন দলাই লামা। সঙ্গে ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “সম্মান, শ্রদ্ধার এক মুহূর্ত। আমার লাদাখ সফরের মাঝে দলাই লামার পবিত্রতার সঙ্গে সাক্ষাৎ। তাঁর উপস্থিতি, জ্ঞান এবং আশীর্বাদে আমার হৃদয় শান্তিতে ভরে গেল। কোনওদিন সত্যি ভুলতে পারব না।”

উল্লেখ্য, ১৯৫৯ সালের রাতে ২৩ বছরের এক যুবাপুরুষ পাহাড়ের দুর্গমতাকে অগ্রাহ্য করে এগিয়ে গিয়েছিলেন ভারতের উদ্দেশে। তাঁর নাম তেনজিন গিয়াতসো। কিন্তু সকলের কাছে সেই নাম নয়, তাঁর পরিচিতি দলাই লামা হিসেবে। চতুর্দশ দলাই লামা। সেই যে ভারতে এলেন তিনি এরপর থেকে এদেশই তাঁকে নিজের করে নিয়েছে। তাঁকে নিয়ে ভারতের সঙ্গে চিনের কূটনৈতিক টানাপোড়েন চলেছে। দুই দেশের এই টানাপোড়েনের মাত্রা যে এতটুকু কমেনি তা বারবার প্রমাণ হয়ে গিয়েছে। দলাই লামাকে ‘বিচ্ছিন্নতাবাদী’বলেই মনে করে বেজিং। বর্ষীয়ান ধর্মগুরু নিজের দেশ নয়, বারবার ভারতের প্রতিই কৃতজ্ঞতা প্রদর্শন করেছেন। কিন্তু দলাই লামার পাশে রয়েছে ভারত। গত কয়েক দশকের মতোই। ফলে কূটনৈতিক চাপ তৈরি করলেও তাদের যে হারতেই হবে তাও ভালোই বুঝছে বেজিং। দলাই লামা ও ভারত আজ এক অবিচ্ছেদ্য বন্ধনের নাম। চিনা রক্তচক্ষুরও সাধ্য নেই সেখানে কোনও প্রভাব বিস্তার করতে পারে।


You might also like!