Entertainment

4 months ago

Demise of actor Uday Shankar Pal: প্রয়াত ''গরিব আদমি আত্মারাম'' উদয়শঙ্কর পাল

Late "Garib Adami Atmaram" Udayashankar Pal
Late "Garib Adami Atmaram" Udayashankar Pal

 

কলকাতা, ২১ মে: ''ভূতের ভবিষ্যৎ'' সিনেমায় ''চৌধুরী প্যালেস''-এর অন্যতম ভূত ''গরিব আদমি'' ''আত্মারাম''-এর দিন গুজরান হতো রিকশা টেনে। সেই আত্মারাম ওরফে অভিনেতা উদয়শঙ্কর পাল দীর্ঘ সময় ধরেই অসুস্থ ছিলেন। সোমবার রাতে তিনি প্রয়াত হলেন।

মারণরোগ ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেতা। তবে অর্থাভাবে বিনা চিকিৎসায় কিছুদিন কেটেছিল তাঁর। ফুসফুসে ক্যানসার, লাস্ট স্টেজ। চিকিৎসকেরা প্রায় জবাব দিয়েই দিয়েছিলেন। তাও তাঁকে বাঁচিয়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন চিকিৎসকেরা। প্রথম দিকে বাড়িতেই ছিলেন। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার রাতে ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রায় তিন দশক নিয়মিত মঞ্চে অভিনয় করে গেছেন উদয়শঙ্কর পাল। এছাড়া একাধিক সিনেমাতেও তাঁকে পার্শ্বচরিত্রে দেখা গেছে। কিন্তু ''ভূতের ভবিষ্যৎ'' তাঁকে আলাদা পরিচিতি দিয়েছিল। ''আত্মারাম''-এর চরিত্রকে জীবন্ত করে তোলা উদয়শঙ্করের মৃত্যুতে শোকার্ত টলিপাড়া।

উদয়শঙ্কর ছিলেন অকৃতদার। বিয়ে করেননি। হাওড়ায় থাকতেন দাদার সংসারে। তবে উদয়শঙ্কর সংসার করেছিলেন অভিনয়ের সঙ্গে। মঞ্চাভিনেতা হওয়ার পাশাপাশি বেশ কিছু ভাল বাংলা ছবিতে দর্শক তাঁকে দেখেছেন। সেসব ছেড়ে রেখেই না ফেরার দেশে পাড়ি দিলেন ''গরিব আদমি আত্মারাম'' উদয়শঙ্কর।


You might also like!