Technology

2 hours ago

CFMoto 150 Aura:রেট্রো স্টাইল ও আধুনিক ফিচারে বাজারে এল CFMoto 150 Aura স্কুটার

CFMoto 150 Aura
CFMoto 150 Aura

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : টু-হুইলার সেগমেন্টে একাধিক আকর্ষণীয় বাইক এনে নজর কেড়েছে CFMoto। এবার স্কুটার বিভাগেও প্রথম পদক্ষেপ নিল সংস্থাটি। চীনে রেট্রো লুকের নতুন স্কুটার CFMoto 150 Aura লঞ্চ করেছে তারা। দাম ধার্য হয়েছে ১১,৯৮০ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১.৪৬ লক্ষ টাকা। তবে এই স্কুটার ভারতের বাজারে আসবে কি না, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করেনি কোম্পানি।

রেট্রো শব্দটা থেকে পরিষ্কার যে নতুন এই স্কুটারে পুরানো দিনের ছোঁয়া পাওয়া যাবে। এই স্কুটারে রয়েছে গোলাকৃতি এলইডি হেডলাইট, চওড়া কার্ভযুক্ত বডি প্যানেল, আর একদম ফ্ল্যাট একটি সিট। এর ডিজাইনের সাথে আপনি Lambretta V200 বা Keeway Sixties 300i এর কিছুটা মিল পেলেও অনেক ক্ষেত্রে পার্থক্য নজরে পড়বে।

ইঞ্জিন ও পারফরম্যান্স

পারফরম্যান্সের জন্য CFMoto 150 Aura‌ স্কুটারে ১৫০ সিসি লিকুইড-কুলড, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে, যা সর্বোচ্চ ১৫.৮ বিএইচপি পাওয়ার ও ১৪.৩ এনএম টর্ক জেনারেট করতে পারবে। এর ওজন মাত্র ১৩২ কেজি।

ফিচার

নতুন এই স্কুকারে ১২ ইঞ্চি অ্যালয় হুইল দেওয়া হয়েছে। ব্রেকিংয়ের জন্য সামনে ও পিছনে আছে ডিস্ক ব্রেক এবং ডুয়াল-চ্যানেল এবিএস। এই স্কুটারে ৬.২ ইঞ্চির TFT ডিসপ্লে পাওয়া যাবে। এছাড়া এর অন্যান্য ফিচারের মধ্যে আছে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, NFC দিয়ে কী-লেস স্টার্ট, এবং ফাস্ট চার্জিং পোর্ট। এমনকি এতে অ্যাকশন ক্যামেরা কানেক্ট করার সুবিধাও আছে। আর CFMoto 150 Aura স্কুটারে ‘Motoplay’ প্ল্যাটফর্মের মাধ্যমে ফুলস্ক্রিন ন্যাভিগেশনও সাপোর্ট করে।


You might also like!