দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আগামী ১৫ আগস্ট লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই ঐতিহাসিক ভাষণ আরও অর্থবহ করে তুলতেই এবার দেশের নাগরিকদের কাছ থেকে মতামত চাইলেন প্রধানমন্ত্রী। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, স্বাধীনতা দিবসের ভাষণে তাঁরা কী শুনতে চান, কোন বিষয়গুলো গুরুত্ব পাওয়া উচিত—তা জানাতে। নরেন্দ্র মোদি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, "আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ১৫ আগস্টের ভাষণের জন্য আপনারা কী ভাবছেন, তা শেয়ার করুন। আপনাদের ভাবনা, চিন্তা ও মতামত পৌঁছে যাক ১৩০ কোটিরও বেশি ভারতবাসীর কাছে, লালকেল্লার প্রাচীর থেকে।"
প্রধানমন্ত্রীর এই আহ্বান জানানো হয়েছে সরকারি 'নমো অ্যাপ' এবং 'MyGov' নামক প্ল্যাটফর্মের মাধ্যমে। উন্মুক্ত একটি ফোরাম চালু হয়েছে, যেখানে দেশবাসী সরাসরি নিজের মতামত, প্রস্তাব ও থিম তুলে ধরতে পারেন। জানা গেছে, ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৮৫০টিরও বেশি মতামত জমা পড়েছে। এই মতামতগুলোর মধ্যে অন্যতম ছিল—সকলের জন্য সমান শিক্ষা, নারী সুরক্ষা, নিরাপদ পানীয় জল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার, ডিজিটাল ভারত, জনসংখ্যা নিয়ন্ত্রণ, এবং যুব সমাজের জন্য কর্মসংস্থান—এইসব ইস্যু। কেউ কেউ লিখেছেন, ‘স্বচ্ছ ভারত’-এর মতোই একটি সর্বজনীন উদ্যোগ নেওয়া হোক নবীকরণযোগ্য শক্তি নিয়ে। আবার কেউ লিখেছেন, ভুয়ো তথ্য ও ভুয়ো নাগরিকত্ব বন্ধে প্রযুক্তি ব্যবহারকে আরও উন্নত করা উচিত।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই স্বাধীনতা দিবসের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণের কাছ থেকে ভাষণের বিষয়বস্তু চেয়ে আসছেন। এই প্রথা এখন এক নিয়মিত সংস্কৃতিতে রূপ নিয়েছে, যেখানে দেশের প্রধানমন্ত্রী তাঁর ভাষণে জনগণেরই ভাষা ও চাওয়া তুলে ধরেন। এই বছরও তার ব্যতিক্রম হলো না। বরং দেখা যাচ্ছে, মানুষের অংশগ্রহণ আরও বেড়েছে। শিক্ষক, ছাত্রী, প্রযুক্তিবিদ, গ্রামীণ শ্রমিক, চিকিৎসক, এমনকি প্রবাসী ভারতীয়রাও বিভিন্ন বিষয়ের উপর মত দিচ্ছেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জমা পড়া সব প্রস্তাব বিশ্লেষণ করে কিছু গুরুত্বপূর্ণ ভাবনা ভাষণে জায়গা পেতে পারে। বুঝতেই পারা যাচ্ছে, এবারের ভাষণ শুধুমাত্র সরকারের নির্ধারিত কর্মসূচির বিবরণ হবে না, বরং তা হয়ে উঠবে ভারতবাসীর সম্মিলিত ভাবনা ও আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। স্বাধীনতা দিবসের মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে ভাষণ দেন, তা শুধু ভারতের ভেতরে নয়—পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা ভারতীয়দের কাছেও এক আবেগঘন মুহূর্ত। এবারের এই উদ্যোগকে অনেকেই দেখছেন ‘জনভিত্তিক শাসন’-এর দিকে এক দৃঢ় পদক্ষেপ হিসেবে। যেখানে সরকার শুধু শোনায় না, শোনেও। প্রধানমন্ত্রী মোদির ভাষায়, "একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে তখনই, যখন সরকারের সঙ্গে জনগণের সেতুবন্ধন গড়ে ওঠে চিন্তা, মত ও স্বপ্নে।" ১৫ আগস্টের সেই প্রতীক্ষিত ভাষণে এবার কতটা জায়গা করে নেয় সাধারণ মানুষের ভাবনা, এখন সেই দিকেই তাকিয়ে গোটা দেশ।
As we approach this year's Independence Day, I look forward to hearing from my fellow Indians!
— Narendra Modi (@narendramodi) August 1, 2025
What themes or ideas would you like to see reflected in this year’s Independence Day speech?
Share your thoughts on the Open Forums on MyGov and the NaMo App...…