নয়াদিল্লি, ১ আগস্ট : এবার অনিল আম্বানিকে তলব করল ইডি। শুক্রবারও তাঁর সঙ্গে সম্পর্কিত একাধিক অফিস এবং অন্যান্য স্থানে ইডি তল্লাশি চালাচ্ছে। সেই তল্লাশি চলাকালীনই অনিলকে তলব করা হয়েছে দিল্লিতে ইডি–র সদর দফতরে। আগামী ৫ তারিখ হাজিরা দিতে হবে তাঁকে। শুক্রবার সাতসকালে নোটিস পাঠানো হয় রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। ৫ আগস্ট ইডি-র সদর দফতরে অনিল আম্বানিকে হাজিরা দিতে বলা হয়েছে। ঋণ প্রতারণা মামলায় প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় তদন্ত শুরু করেছে ইডি। গত সপ্তাহেই অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের ৫০টি সংস্থায় তল্লাশি করেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হয় কমপক্ষে ২৫ জনকে। এর আগে ২০২৩ সালে ইডি তলব করেছিল অনিলকে। দীর্ঘ জেরার মুখে পড়তে হয়েছিল তাঁকে। ২০২০ সালেও একবার অনিল আম্বানিকে তলব করেছিল ইডি। ইয়েস ব্যাংকের ঋণ মামলায় তাঁর নাম জড়িয়েছিল।