কলকাতা, ২১ জুলাই : শহিদ স্মরণে একুশে জুলাইয়ের সমাবেশ ঘিরে তুমুল উন্মাদনা। পিকনিক মুডে রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। নিউটাউনের রাম মন্দির প্যাঁচার মোড় থেকে বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী সমর্থকদের ঢল। তাঁবু টাঙিয়ে এলাহি খাওয়া-দাওয়ার আয়োজন। বসিরহাট, হাড়োয়া আন্দুলিয়া, রোহান্ডা, মধ্যমগ্রাম থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকেরা ভুরি ভোজের আয়োজন করেছেন। গ্যাস ওভেন জ্বালিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন চলে। কোথাও রান্না হচ্ছে ভাত, ডাল, আলু, পটল, চিংড়ি, মুরগির মাংস। আবার কোথাও রান্না হচ্ছে, ভাত ডাল আলু পটল চিংড়ি, মটন এলাহী আয়োজন।