কুলতলি, ২৪ জুলাই : চিকিৎসার খরচ চাওয়ায় বৃদ্ধ শ্বশুরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পুত্রবধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার অন্তর্গত সোনাটিকারী অঞ্চলে। গুরুতর আহত অবস্থায় ৭৫ বছর বয়সি সন্ন্যাসী বাগকে ভর্তি করতে হয় কুলতলি ব্লক হাসপাতালে। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্ন্যাসী বাগের স্ত্রী আঙুরবালা দাস দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসার জন্য টাকা দরকার ছিল। কিন্তু তাদের ছেলে শশধর বাগ ভিন রাজ্যে কাজ করায় তার পাঠানো টাকা পুত্রবধূ কাজল বাগের হাতেই থাকে। সেই টাকা থেকেই চিকিৎসার জন্য কিছু টাকা চাইতেই রেগে যায় কাজল। অভিযোগ, প্রথমে বচসা শুরু হলেও, পরে তা হাতাহাতিতে পৌঁছায়।
সন্ন্যাসী বাগের অভিযোগ, শুধু পুত্রবধূ নয়, তার বাপেরবাড়ি থেকেও লোক ডেকে এনে তাকে মারধর করা হয়। ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারা হয়, এমনকি ইট দিয়ে পায়ে আঘাত করা হয় বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। বুধবার রাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃদ্ধের পরিবার ও প্রতিবেশীরা গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সকালে এই বিষয়ে কুলতলি থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।