Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Country

2 hours ago

2 Suspected ISIS Arrested: নিশানায় ছিল দিল্লির জনবহুল এলাকা, দুই জঙ্গিকে গ্রেফতার করলো দিল্লি পুলিশ

2 Suspected ISIS Operatives Arrested in Delhi
2 Suspected ISIS Operatives Arrested in Delhi

 

নয়াদিল্লি, ২৪ অক্টোবর : দুই আইসিস জঙ্গিকে গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের স্পেশাল সেল শুক্রবার জানিয়েছে, দুই সন্দেহভাজন আইসিস জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। একজনের বাড়ি দিল্লিতেই, অপরজন মধ্যপ্রদেশের বাসিন্দা। দিল্লির জনবহুল এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালানো ছিল এই দুই জঙ্গির টার্গেট।

স্পেশাল সেলের অতিরিক্ত সিপি প্রমোদ কুমার কুশওয়াহা বলেন, "দিল্লির ২০ বছর বয়সী আদনান খান ওরফে আবু মুহারিব এবং ভোপালের ২১ বছর বয়সী আদনান খান, যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে পড়াশোনা করছিলেন, তাদের ১৬ এবং ১৮ অক্টোবর গ্রেফতার করা হয়েছিল। তারা জনবহুল এলাকায় আইইডি বসানো এবং বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিল। ভোপালের আদনান খানকে এর আগেও অন্য একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল। তারা দীপাবলির সময় সন্ত্রাসী কার্যকলাপ চালাতে চেয়েছিল। আমরা তাদের কাছ থেকে একটি টাইমার, একটি আইএসআইএস পতাকা এবং ল্যাপটপ ও পেন ড্রাইভ ইত্যাদি উদ্ধার করেছি। তারা দক্ষিণ দিল্লির একটি মল এবং একটি পাবলিক পার্ককে টার্গেট করার চেষ্টা করেছিল।"

You might also like!