দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : আরও একবার বিমান দুর্ঘটনার সাক্ষী ক্যালিফোর্নিয়া। নাভাল বিমানঘাঁটির নিকটবর্তী এলাকায় আচমকাই ভেঙে পড়ে মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫। ভয়াবহ বিপদের মুহূর্তে সাহসিকতার সঙ্গে বিমান থেকে ইজেক্ট করে নিজেকে রক্ষা করেন পাইলট। গুরুতর আহত অবস্থায় তাঁকে তড়িঘড়ি কপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এক সরকারি বিবৃতিতে মার্কিন সেনা জানায়, ভেঙে পড়া যুদ্ধবিমানটি মার্কিন নৌবাহিনীর অন্তর্গত। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে লিমোর নাভাল বিমানঘাঁটির কাছে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার ঠিক পরেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে দৃশ্য। ছায়ার মতো কালো ধোঁয়া আর দাউদাউ আগুনে ঘেরা যুদ্ধবিমানটির ছবি দেখে শিউরে উঠেছে নেটদুনিয়া। তবে বিস্ফোরণের ঠিক আগে পাইলট সফলভাবে নিজেকে ইজেক্ট করতে সক্ষম হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, প্রাণে বেঁচে যান তিনি।
সপ্তাহ খানেক আগে ইটালির রাজপথে আছড়ে পড়েছিল একটি যুদ্ধবিমান। ওই দুর্ঘটনায় দুই বিমানযাত্রীর মৃত্যু হয়েছিল। তার আগে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে যুদ্ধবিমান এফ-৭ ভেঙে পড়ে একটি স্কুলের উপরে। ওই দুই দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৩১ জনের। অধিকাংশই পড়ুয়া। তার আগে আহমেদাবাদের ভয়ংকর বিমান দুর্ঘটনায় যাত্রী, বিমানকর্মী-সহ ২৮১ জনের মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে আকাশ আতঙ্কে অব্যাহত গোটা পৃথিবীজুড়ে।
🚨 BIG BREAKING
— Megh Updates 🚨™ (@MeghUpdates) July 31, 2025
US Navy's F-35 Stealth Fighter Jet CRASHES in California near Naval Air Station Lemoore. pic.twitter.com/0YvtIspq50