Country

3 hours ago

Pramod Tiwari: দিল্লিতে আইন-শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে,প্রমোদ তিওয়ারি

Pramod Tiwari
Pramod Tiwari

 

নয়াদিল্লি, ৪ আগস্ট : রাজধানীতে কূটনৈতিক দূতাবাস রয়েছে যে এলাকায়, সেই রকম সুরক্ষিত এলাকা থেকে সাংসদের গলার হার ছিনতাইয়ের ঘটনা ঘটল। সোমবার সকালে তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ সুধা রামকৃষ্ণন এ নিয়ে দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনা প্রসঙ্গে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বলেন, দিল্লিতে গ্যাংওয়ার, গোলাগুলি এবং খুন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে আইন-শৃঙ্খলা ব্যবস্থা রয়েছে, কিন্তু তা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আজও আমরা খবর পেয়েছি যে আমাদের একজন সাংসদের গলার হার ছিনতাই হয়েছে। যে এলাকা সবচেয়ে নিরাপদ হিসেবে বিবেচিত, যেখানে দূতাবাস আছে, এমন জায়গায় এই ঘটনা ঘটেছে। উল্লেখ্য, তামিলনাড়ুর মায়িলাদুথুরাই কেন্দ্রের সাংসদ সুধা রামকৃষ্ণন সোমবার জানিয়েছেন, ডিএমকে সাংসদ রজতীর সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। চাণক্যপুরীতে পোল্যান্ডের দূতাবাসের কাছাকাছি পৌঁছতেই স্কুটারে চেপে আসে এক ব্যক্তি। হেলমেট পরে থাকার দরুণ তার মুখ দেখা যায়নি। উলটোদিক থেকে এসে হার ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় স্কুটার আরোহী। এই ঘটনায় সাংসদ জখম হয়েছেন বলে জানা গেছে।

You might also like!