Breaking News
 
Nabanna: নাইট শিফটে মহিলা কর্মীদের সুরক্ষায় গাইডলাইন আনতে চলেছে রাজ্য সরকার, প্রস্তুত খসড়া প্রস্তাব! President Droupadi Murmu to visit West Bengal: কল্যাণী এইমসের সমাবর্তনে যোগ দিতে আজ বাংলায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যাবেন দক্ষিণেশ্বরেও! New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের! Russian Plane Crash: আকাশেই অদৃশ্য, পরে ধ্বংসস্তূপে মিলল নিখোঁজ রুশ বিমান –৫০ যাত্রীর হতাহতের আশঙ্কা!

 

Country

16 hours ago

Bihar weather: ২ আগস্ট থেকে বিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি উত্তরাখণ্ডেও

Bihar Monsoon Forecast
Bihar Monsoon Forecast

 

নয়াদিল্লি, ৩০ জুলাই : আগামী ২ আগস্ট থেকে বিহারের বেশিরভাগ অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আবহাওয়া দফতরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। মৌসুমী বায়ুর গতিশীলতা ও ঘূর্ণাবর্তের সংমিশ্রণের প্রভাবে এই অবস্থা অব্যাহত থাকবে। যদিও, ইতিমধ্যেই পাটনা-সহ বিহারের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে, উত্তরাখণ্ডের বেশিরভাগ অংশেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৃষ্টিপাত আপাতত অব্যাহত থাকবে। উত্তরাখণ্ডের বেশিরভাগ অংশে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে, জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী বেশ কিছু দিন অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং আগামী মাস থেকে বৃষ্টিপাতের হার বৃদ্ধি পাবে। এই মাসের শেষ পর্যন্ত উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং উত্তর প্রদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।


You might also like!