kolkata

2 hours ago

North Dumdum: ঘরের মধ্যেই জলে ডুবে মর্মান্তিক মৃত্যু শিশুকন্যার, উত্তর দমদমে শোকের ছায়া

waterlogging accident
waterlogging accident

 

কলকাতা, ২ আগস্ট : ঘরের মধ্যে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল এক শিশুকন্যার। শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ উত্তর দমদমের এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। ৬ মাস বয়সী শিশু কন্যার নাম ঋষিকা ঘোড়ই। বাবা পাপন ঘোড়ই। তাঁদের বাড়ি উত্তর দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের দেবীনগরে। উত্তর দমদমের দেবীনগর-সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। রাস্তাঘাটের পাশাপাশি বহু বাড়ি জলমগ্ন। পাপন ঘোড়ইয়ের বাড়িতেও প্রায় হাঁটু সমান জল। বিকল্প জায়গা না থাকায় সেই ঘরে থাকতে বাধ্য হচ্ছিলেন তাঁরা। শনিবার সকাল সাড়ে ন'টা নাগাদ শিশুটিকে খাটের উপর ঘুম পাড়িয়ে পাশেই কাজ করছিলেন তার মা। মাঝে কাজের জন্যই কয়েক মিনিট খাটের পাশ থেকে উঠে গিয়েছিলেন। সেই ফাঁকেই ঘটে মর্মান্তিক পরিণতি। শিশুটি খাট থেকে জলে পড়ে যায়। তিনি দ্রুত ফিরে এসে জল থেকে শিশুকন্যাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

You might also like!