Country

6 hours ago

Rajnath Singh on Shibu Soren:সর্বদা মাটি ও মানুষের সঙ্গে সংযুক্ত ছিলেন শিবু সোরেন : রাজনাথ সিং

Rajnath Singh on Shibu Soren
Rajnath Singh on Shibu Soren

 

নয়াদিল্লি, ৪ আগস্ট : ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান শিবু সোরেনের প্রয়াণে মর্মাহত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শোকবার্তায় রাজনাথ সিং উল্লেখ করেছেন, সর্বদা মাটি ও মানুষের সঙ্গে সংযুক্ত ছিলেন শিবু সোরেন।

সোমবার সকালে এক্স মাধ্যমে রাজনাথ সিং লিখেছেন, "ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দেশের অন্যতম প্রবীণ নেতা শ্রী শিবু সোরেনজি, ঝাড়খণ্ডের সেই সমস্ত মহান নেতাদের মধ্যে গণ্য হতেন যারা সমাজের দুর্বল অংশের, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের অধিকার এবং ক্ষমতায়নের জন্য সারা জীবন সংগ্রাম করেছিলেন। তিনি সর্বদা মাটি এবং মানুষের সঙ্গে সংযুক্ত ছিলেন। তাঁর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় ছিল। তাঁর মৃত্যুতে আমি গভীর শোকাহত। তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি!"

You might also like!