দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: WWE-এর নতুন ডকু-সিরিজ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ২৯ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘WWE: Unreal’, যেখানে কুস্তির রিংয়ের পেছনের অজানা অধ্যায়, পরিকল্পনা ও প্রস্তুতির নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে। এই সিরিজটি দেখায় কীভাবে প্রতিটি WWE ইভেন্ট গড়ে ওঠে পর্দার আড়ালে। ট্রিপল এইচ (Triple H) জানান, এই সিরিজ দেখে ভয় পাওয়ার কিছু নেই—বরং এটা প্রতিভা ও আবেগকে সম্মান জানানোর এক প্রয়াস। তাঁদের মূল লক্ষ্য, কুস্তির প্রতি দর্শকদের শ্রদ্ধা ও আগ্রহ আরও বাড়ানো। এরই মাঝে অন্যান্য ক্রীড়া তথ্যচিত্রের সঙ্গে ‘WWE: Unreal’-এর তুলনা শুরু হয়ে গেছে, যদিও এই সিরিজ নিজেই এক আলাদা ঘরানার প্রতিনিধি। মোট পাঁচটি পর্বে ভাগ করা হয়েছে সিরিজটি, যার প্রতিটি পর্বের দৈর্ঘ্য প্রায় ৫০ মিনিট।
‘WWE: Unreal’ সিরিজ়টি WWE-এর জগতে একটি নতুন উদ্যোগ। WWE-এর পর্দার পিছনের গল্পগুলিকেই দেখানো হয়েছে এই সিরিজ়ে । ট্রিপল এইচ এবং WWE সম্পূর্ণ ভাবে এই সিরিজ়ের সঙ্গে যুক্ত। এই সিরিজ়ে দেখা যাবে, কুস্তিগীররা তাদের ম্যাচগুলি ঠিক কীভাবে খেলে? কী ঘটে এই ম্যাচগুলিতে? এর পিছনে কী গল্প থাকে? লেখকরা কীভাবে সিদ্ধান্ত নেন, কে জিতবেন বা কোন খাতে বইবে ম্যাচ? এছাড়াও এই সিরিজ়ে দেখানো হয়েছে যে, WWE তারকারা কীভাবে প্রস্তুতি নেন, তাঁরা কতটা আবেগপ্রবণ এবং কীভাবে তাঁরা সৃজনশীল গল্প বলেন।এই সিরিজটিতে জন সিনা, রিয়া রিপলি, চেলসি গ্রিন, সিএম পাঙ্ক এবং ট্রিপল এইচ-এর মতো বড় তারকারা রয়েছেন।
ট্রিপল এইচ দাবি করেছেন, তিনি এটা বেশ বুঝতে পারেন যে, সকলে হয়তো জানতেও চান না, WWE-তে কী কৌশল গ্রহণ করা হয়। তবে এই সিরিজ়টি শুধু গোপনীয়তা প্রকাশ করার জন্য নয়। ট্রিপল এইচ ইএসপিএন-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘জীবনে কিছু করতে হলে, ভয় পাওয়া উচিত নয়। আমরা যদি ভয় পেতাম এই ভেবে যে, মানুষ আমাদের সমালোচনা করবে, তাহলে আমরা প্রতি সপ্তাহে অনুষ্ঠানটি করতে পারতাম না। এটাই আমাদের বিশেষ করে তোলে।’
বুধবার একটি টুইট বার্তায় ট্রিপল এইচ এই শোতে আগ্রহ দেখানোর জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘WWE: UNREAL এত দুর্দান্ত সাড়া পেয়েছে। লক্ষ্য ছিল, আমাদের সাপ্তাহিক টেলিভিশন শোতে কতটা কঠোর পরিশ্রম এবং আবেগ কাজ করে তা দেখানো। এছাড়াও, আমরা আমাদের তারকাদের ভালো এবং খারাপ সময়গুলো দেখাতে চেয়েছিলাম। দেখার জন্য ধন্যবাদ।’