Entertainment

17 hours ago

Friendship Day 2025:বন্ধুত্ব উদযাপনের সেরা দিন আজ! দেখে নিন বন্ধুকে উইশ করার ১০টি দারুণ বার্তা

Friendship Day 2025
Friendship Day 2025

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : ভারতে প্রতি বছর অগস্ট মাসে বন্ধুত্বের উৎসব হিসেবে পালিত হয় ফ্রেন্ডশিপ ডে। অগস্টের প্রথম রবিবার দিনটি বন্ধুত্বের সেলিব্রেশনের জন্য বরাদ্দ। এই বছর সেই বিশেষ দিনটি পড়েছে ৩ অগস্ট,অর্থাৎ আজ |

বন্ধুত্ব দিবসে কী কী মেসেজ পাঠানো পারবেন আপনার প্রিয় বন্ধুদের?  চলুন দেখে নিন

১) বন্ধু সেই হয়, তোমার সমস্ত খারাপটা জেনে , সহ্য করেও যে তোমায় ভালবাসে। আর আণার জীবনের এমন মানুষ তো তোমরাই। তাই বন্ধুত্ব দিবসে তোমার পাশে পাওয়ার জন্য ভালোবাসা জানাই। Happy Friendship Day!

২) আজ বহু পথ আমরা একসঙ্গে হেঁটেছি, আরও হাঁটতে হবে লক্ষ যোজন পার, তোমাকে জানাই শুভ বন্ধু দিবসের শুভেচ্ছা।

৩) জীবনের পাতে সবচেয়ে জরুরি উপাদান হল বন্ধুত্ব, যার সঙ্গে এক পাতে খাবার ভাগ করে খাওয়া যায়, সেই হল সেরা বন্ধু। আমার জীবনে তুমিও তাই। !Happy Friendship Day!

৪) কোনও দাবি নেই, লেনদেন নয়, চাওয়া পাওয়া নয়! বন্ধুত্ব এমন এক সম্পর্ক যা অন্তত দু’জন একসঙ্গে থাকলেই আর কিচ্ছুটি লাগে না! Happy Friendship Day!

৫) শুধু হাসি ঠাট্টা নয়, দুঃখের সময়ও তোমাকে পেয়েছি পাশে, তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বন্ধু দিবসের।

৬) একসঙ্গে গুনগুনিয়ে গান, অভিমান করে চার দিন কথা না বলা, দুষ্টুমিতে সমান সঙ্গ, আর আবেগে একসঙ্গে ভেসে গিয়ে গলায় গলায় জড়িয়ে থাকাই বন্ধুত্ব। আমার জীবনে এমন মানুষ তো তোমরাই। তাই তোমাদের জানাই বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা। Happy Friendship Day!

৭) এই বন্ধু দিবসে সেই সমস্ত বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা যারা নিঃস্বার্থভাবে ভালবেসেছে বন্ধুকে, আমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বন্ধু দিবসের।

৮) বন্ধুত্বের কোনও মাপকাঠি হয় না, তাই বাবা-মা, ভাই-বোন কিংবা প্রেমিক-প্রেমিকার সম্পর্কে সবচেয়ে আগে প্রয়োজন বন্ধুত্ব ধরে রাখা। আর নিখাদ বন্ধু তো তুমিই। তাই আজ তোমাকে জানাতেই হবে বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা। ভালো থেকো বন্ধু। Happy Friendship Day!

৯) স্কুল থেকে কলেজ, আমাদের সেই কথা আজও যেন শেষ হয় না, সারা জীবন যেন এভাবেই কথা বলে যেতে পারি আমরা। তোমাকে জানাই শুভেচ্ছা, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।

১০) সেই সমস্ত বন্ধুদের সঙ্গে রেখো চিরকাল যাঁরা তোমার বলার আগেই তোমার মনের কথা শুনে নিয়েছে। তুমি আমার জীবনের ঠিক সেই মানুষ। তোমায় জানাই বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা। Happy Friendship Day!


You might also like!