Breaking News
 
Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়!

 

Entertainment

11 months ago

Koel-Dev: টলিউডের পার্টিতে দেবের সঙ্গে জমিয়ে নাচ কোয়েলের, মা অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে নাচলেন তৃষাণজিৎ, আর কে কে উপস্থিত ছিলেন সেখানে?

Dev-Koel, one of the Iconic Couple in Bengali Commercial Film world
Dev-Koel, one of the Iconic Couple in Bengali Commercial Film world

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এক সময় এমন ছিল যখন দেব-কোয়েলের ছবি মানেই বাণিজ্যিক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারহিট জুটি, যার মধ্যে ২০১১ সালে 'পাগলু' এবং ২০১২ সালে 'পাগলু-২' ছিল ব্লকবাস্টার। তবে বহুদিন হয়ে গেল একসঙ্গে সিনে পর্দায় দেখা যায়নি এদের। শেষ দেখা গিয়েছিল ২০১৮ সালের পুজোয় মুক্তি পাওয়া "ককপিট" কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায়। বহু অনুরাগীদেরই মন চাইছে যে দেব-কোয়েলকে আবার একসঙ্গে দেখতে চান। তবে সম্প্রতি ইন্সটাগ্রামে আসলো টলিউডের কোনো একদিনের পার্টিতে দেব-কোয়েলের একসঙ্গে নাচের একটুকরো ভিডিয়ো।

টলিউড অনলাইনের ইনস্টাগ্রাম আইডিতে ভেসে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে পার্টিতে 'পাগলু, থোড়াসা করলে রোম্যান্স' গানে দেব-কেয়েলকে একসাথে নাচতে দেখা যাচ্ছে। কোয়েলের ঠিক পাশেই নাচছিলেন অভিনেত্রী পিয়া সেনগুপ্ত, প্রসেনজিৎ পত্নী অর্পিতা চট্টোপাধ্যায় ও পুত্র তৃষাণজিৎ। দেখা মিলল প্রযোজক রানা সরকারেরও। এক ঝলকের দেখা মিলল প্রসেনজিতের ম্যানেজার ঐন্দ্রিলা সেন তথা মোহরকেও। ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশানে করা হয়েছে প্রশ্ন যে 'দেব ও কোয়েলকে মিস করো?' যদিও ভিডিয়োটি throwback বলেই পোস্ট করা হয়েছে সেখানে। দেব ও কোয়েলের এই ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘জুটি সেরা ছিল ,আছে আর থাকবে!! দেব এর সাথে কোয়েল কেই মানাতো।’ আরেকজন লিখেছেন, ‘ওদের নিয়ে এখন কোনও মুভি হয় না ...এই জুটিকে আবর দেখে চাই প্লিজ কামব্যাক মুভি তো বান্তা হ্যায়’। কারোর মন্তব্য, ‘ওদেরকে ভীষণভাবে মিস করছি।' এমনই অনেক মন্তব্য উঠে এসেছে!

কাজের ক্ষেত্রে গতবছর 'প্রধান' ছবিতে শেষবার দেখা মিলেছে দেবের। পুজোয় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত 'টেক্কা' আর ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’ছবিটিও যতদূর ধারণা এ বছরেই মুক্তি পাওয়ার কথা। রাজনৈতিক কেরিয়ারে তিনি চলতি বছরের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে নির্বাচনে জিতে সাংসদ নির্বাচিত হয়েছেন। অন্যদিকে গত বছরে, 'জঙ্গলে মিতিন মাসি' ছবিতে দেখা মিলেছিল কোয়েলের। তবে চলতি বছরে সায়ন্তন ঘোষালের 'সোনার কেল্লায় যকের ধন' ছবিতে দেখা মিলবে তাঁর।  


You might also like!