Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Entertainment

7 months ago

Karishma-Govinda: নিজের কেরিয়ার আরও মজবুত করার বাসনা নিয়েই করিশ্মা ছেড়েছিলেন গোবিন্দা জুটি

Entertainment
Entertainment

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিষয়টা এক সময় অনেককেই ভাবিয়েছে যে করিশ্মা-গোবিন্দা জুটি এতো সাফল্য পাবার পরেও কেন সেই জুটি থেকে সরে আসলেন করিশ্মা? এই নিয়ে বেশ কিছু গসিপও ছড়িয়েছিল বলিউডে। পড়ে অবশ্য আসল কারণ করিশ্মাই সামনে আনেন। রাজা বাবু, কুলি নম্বর ১, হিরো নম্বর ১, হাসিনা মান জায়েগি, এই ছবিগুলি খুবই অত্যন্ত জনপ্রিয় ও হিট৷ এই ছবিগুলিতে করিশ্মা ও গোবিন্দা জুটি ছিল বাম্পার হিট৷ ফলে ভক্তরাও বারবার চাইতেন এই গোবিন্দা-করিশ্মা জুটি থাক অটুট৷ কিন্তু কোনো আজ্ঞাত কারণে করিশ্মা আর গোবিন্দার সঙ্গে জুটি বাধঁতে রাজি হয় না। 

গোবিন্দা-করিশ্মার জুটি ছিল সুপারহিট৷ একের পর এক ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়েছেন এই জুটি৷ কিন্তু একটা সময়ের পর আর গোবিন্দার সঙ্গে কাজ করলেন না করিশ্মা৷ এমনকী তাঁদের প্রায় দেখাই বন্ধ হয়ে গেল৷ কেন হয়েছিল এমন অবস্থা? মোট ১১টি ছবিতে কাজ করেছেন গোবিন্দা-করিশ্মা৷ যার মধ্যে বেশিরভাগই হিট৷ প্রথম দিকে ইন্ডাস্ট্রিতে নতুন হিসেবে সব রকম ছবিতে কাজ করতেন করিশ্মা৷ ফলে প্রচুর হিট দেওয়ার পরও তিনি প্রথম সারির নায়িকা হিসেবে চিহ্নিত হতেন না৷ এরপরই কাজে ধরন বদলানো সিদ্ধান্ত নেন করিশ্মা৷ আরও বড় স্টারদের সঙ্গে কাজের সুযোগ খুঁজতে থাকেন৷ এবং তিনি বলিউড খানদের সঙ্গে কাজের দিকে এগিয়ে যান৷ সলমন, শাহরুখ, আমিরের সঙ্গে তিনি কাজ করেন এবং সেখানেও নিজের অভিনয়ের দাপট দেখান৷ ফলে তিনি শুধু গোবিন্দার জুটি সেই মিথ নিজেই ইচ্ছা করে ভেঙে বেরিয়ে এসেছিলেন। আর এতে তিনি আরও বেশি সাফল্যর মুখ দেখেন।



You might also like!