Entertainment

5 hours ago

Dhanush and Mrunal Thakur: বিচ্ছেদের পরে ম্রুণালের প্রেমে ধনুষ! নয়া সম্পর্ক নিয়ে চমক

Dhanush and Mrunal Thakur are dating
Dhanush and Mrunal Thakur are dating

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিনোদন দুনিয়ায় শুরু হয়েছে নতুন প্রেমের গুঞ্জন। সদ্য বিবাহবিচ্ছেদ পেরিয়ে আসা দক্ষিণী অভিনেতা ধনুষ নাকি আবারও প্রেমে পড়েছেন। আর সেই প্রেমিকা কেউ নন, ‘সীতা রমন’ খ্যাত বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ঘিরে ছড়িয়েছে চর্চা, যেখানে ধনুষ ও ম্রুণালকে একসঙ্গে দেখা যায়। শুধু তাই নয়, গত কয়েকটি অনুষ্ঠানেও একসঙ্গে হাজির হয়েছেন এই জুটি, যা জল্পনাকে আরও জোরদার করেছে।

কিছু দিন আগেই, ১ অগস্ট জন্মদিন ছিল ম্রুনাল ঠাকুরের। অভিনেত্রীর সেই তারকা খচিত জন্মদিনে ধনুষ আসার পর থেকেই এই জল্পনা তৈরি হয়েছে। জন্মদিনের এই অনুষ্ঠান থেকেই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, ম্রুণালের হাত ধরে রয়েছেন ধনুষ। হাত ধরেই তাঁরা বেশ ঘনিষ্ঠ ভাবে কথা বলছেন। এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই নেটাগরিকের মনে প্রশ্ন উঠেছে,ধনুষ ও ম্রুণাল কি প্রেম করছেন?এই জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে আরও একটি ঘটনা। সম্প্রতি মুক্তি পেয়েছে ম্রুণালের ছবি ‘সন অফ সর্দার ২’। সেই ছবির বিশেষ প্রদর্শন দেখার জন্য মুম্বই উড়ে গিয়েছিলেন ধনুষ। সেই প্রদর্শন থেকেও একটি ভিডিয়ো ছড়িয়েছে সমাজমাধ্যমে। সেখানেও ম্রুণাল ও ধনুষকে একসঙ্গে দেখা গিয়েছে। বেশ ঘনিষ্ঠ ভাবেই কথা বলছিলেন বলে মনে করছেন নেটাগরিকেরা। একজন সমাজমাধ্যমে লিখেছেন, “এখনও হয়তো আমরা নিশ্চিত নই। কিন্তু কিছু তো একটা চলছে দু’জনের মধ্যে।” তবে এই প্রথম নয়। এর আগেও কণিকা ঢিলোঁর পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল ধনুষ ও ম্রুণালকে। অভিনেতার আসন্ন ছবি ‘তেরে ইশক মে’-কে ঘিরে এই পার্টির আয়োজন করা হয়েছিল। পার্টির কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন কণিকা। সেখানেও ধনুষ ও ম্রুণালকে একসঙ্গেই দেখা গিয়েছিল। এই জল্পনায় এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি দুই তারকার তরফ থেকে।২০২২ সালে স্ত্রী ঐশ্বর্যা রজনীকান্তের সঙ্গে পথ আলাদা হয়ে যায় ধনুষের। দীর্ঘ ১৮ বছর তাঁরা বিবাহিত ছিলেন।

You might also like!